হলের খাবারে ফুড পয়জনিং: ব্যবস্থা নিতে প্রভোস্টের কাছে শিবির
ফুড পয়জনিংয়ে আক্রান্ত শিক্ষার্থীদের চলমান ও অনুষ্ঠিতব্য পরীক্ষায় তাদের জন্য উপযুক্ত সময়ে অংশগ্রহণে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মোঃ ইকবাল হায়দার এবং প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের এ স্মারকলিপি পৌঁছে দেন।
এছাড়া ছাত্রশিবিরের পক্ষ থেকে গুরুতর অসুস্থদেরকে প্রাইভেট হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: