• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

জাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাইফুল আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ১৮:১৭, ১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্ধারিত দশতলা ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাকিব ভবনের অষ্টম তলা থেকে ময়লার বস্তা নামানোর সময় দুর্ঘটনার শিকার হন। ময়লার বস্তাটি দেয়ালে ধাক্কা খেলে ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সাভারের ইসলামিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, রাকিব সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নির্মাণাধীন ভবনের অষ্টম তলা থেকে ময়লা ফেলার সময় পড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা ডেকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত কমিটি খতিয়ে দেখবে নির্মাণ কাজে কোনো নিয়মতান্ত্রিক ত্রুটি ছিল কি না। এ ছাড়া আপাতত সব নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারকে দাফন-কাফনের জন্য প্রাথমিকভাবে দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2