• NEWS PORTAL

  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

আ.লীগের নাশকতা ঠেকাতে সাইন্সল্যাবে ঢাকা কলেজ ছাত্রশিবিরের অবস্থান

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ 

প্রকাশিত: ১৪:৪২, ১৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আ.লীগের নাশকতা ঠেকাতে সাইন্সল্যাবে ঢাকা কলেজ ছাত্রশিবিরের অবস্থান

আওয়ামী লীগের সারাদেশব্যাপী নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাবে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। 

আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা এবং দেশব্যাপী  বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়েছে। এই ধরনের কার্যকলাপ জনগণের নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত করছে। এই ধরনের অগ্নিসংরাস রুখতেই ইসলামী ছাত্রশিবির এই অবস্থান কর্মসূচি পালন করছে।

ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সেক্রেটারি আব্দুর রহমান আফনান এ বিষয়ে বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবির রাজধানীসহ সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় ঢাকা কলেজ শাখাও সাইন্সল্যাবে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ করছে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিরোধীদলীয় নেতাদের গুম ও খুনের মাধ্যমে দেশের মানুষকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলে রেখেছিল। তবে ২৪ জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটেছে। ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের এক ফোঁটা রক্তবিন্দু থাকতেও এই দেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না।”

উল্লেখ্য, ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২৩ অক্টোবর জানায়, ২০২৪ সালের আগস্টে সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের ঘটনায়’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়। এ ঘোষণার পর থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে মনে করছে পুলিশ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2