• NEWS PORTAL

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

ঢাবির হলের অভুক্ত বিড়ালদের খাবার দিচ্ছে ডাকসু

প্রকাশিত: ২৩:৩৪, ৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাবির হলের অভুক্ত বিড়ালদের খাবার দিচ্ছে ডাকসু

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসে বন্ধ থাকায় সেখানকার অভুক্ত বিড়ালদের জন্য খাবারের ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সোমবার (৮ ডিসেম্বর) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে বিড়ালের খাবার পৌঁছানো হয়।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির উদ্যোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঘুরে অভুক্ত বিড়ালদের জন্য ক্যাটফুডসহ প্রয়োজনীয় খাবার সরবরাহ করেন। 

ডাকসু নেতারা জানান, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে হলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় ক্যাম্পাসের বিড়ালগুলো তীব্র খাদ্যাভাবের মুখে পড়েছে। সাধারণত হলের ক্যান্টিন, মেস ও শিক্ষার্থীদের দেওয়া খাবার তাদের প্রধান খাদ্য উৎস। শিক্ষার্থীরা হলে না থাকায় এসব বিড়াল দীর্ঘ সময় না খেয়ে দুর্বল হয়ে পড়ছে এবং স্বাস্থ্যঝুঁকিতে ভুগছে। একারণে ইতোমধ্যে নারী হলগুলোতে ক্যাটফুড সরবরাহ হয়েছে। ধারাবাহিকভাবে ছেলেদের বাকি হলগুলোতে এবং ক্যাম্পাসের কুকুরদের খাদ্য সরবরাহ হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2