• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের নতুন তারিখ ঘোষণা 

ঢাকা কলেজ

প্রকাশিত: ১৯:২৫, ২২ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের নতুন তারিখ ঘোষণা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আজ ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও আবারও তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। 

শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। 

এই বছর সাত কলেজের তিনটি ইউনিটের ২৬ হাজার ১৬০ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় এক লাখ। এরমধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য আবেদন করেছেন ৩০ হাজারের বেশি, বাণিজ্য অনুষদে আবেদন করেছেন ২৪ হাজারের বেশি এবং বিজ্ঞান অনুষদের আবেদন করেছেন প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে ভর্তির আবেদন ফি জমা দিয়েছেন প্রায় ৯০ হাজার শিক্ষার্থী। 

আগামি ৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা। এরপর ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ও ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী)  ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।

 

বিভি/এসআর/রিসি 

মন্তব্য করুন: