• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টিকা পাবে সাত কলেজের শিক্ষার্থীরা, তিন কেন্দ্রের প্রস্তাব 

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
টিকা পাবে সাত কলেজের শিক্ষার্থীরা, তিন কেন্দ্রের প্রস্তাব 

করোনা'র টিকা পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এর জন্য ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজে অস্থায়ী টিকাদান কেন্দ্র নির্ধারণ করার জন্য স্বাস্থ্য অধিদফতরের কাছে প্রস্তাবনা দিয়েছে সাত কলেজ কর্তৃপক্ষ।

সাত কলেজের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (০৭ অক্টোবর) অধিদফতরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ ও নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের কোডিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনতে হবে। 

এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক অস্থায়ীভাবে স্থাপিত ভ্যাকসিনেশন কেন্দ্রে উদ্দিষ্ট জনগোষ্ঠীর কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনার জন্য সিনোফার্ম কোভিড-১৯ ভ্যাকসিন ও লজিস্টিক তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স হতে নিয়মিতভাবে বরাদ্দ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঢাকা জেলার সিভিল সার্জনকে অনুরোধ করা যাচ্ছে। 

এর আগে ২২ সেপ্টেম্বর সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজকে কেন্দ্র নির্ধারণ করে সাত কলেজের শিক্ষার্থীদের জন্য টিকার ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। 

সাত কলেজের জন্য আলাদা আলাদা কেন্দ্র নির্ধারণ সম্ভব নয় বলে জানিয়ে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, 
চিঠি পাওয়ার পর থেকে আমরা কাজ শুরু করেছি। সাত কলেজের অনেক শিক্ষার্থী। আমরা বড় একটি জায়গা খুঁজছি যেখানে কেন্দ্র করতে পারবো। সাত কলেজে আলাদা কেন্দ্র করার জনবল নেই তাই নির্দিষ্ট একটি কেন্দ্র থেকে এসব শিক্ষার্থীদের টিকা নিতে হবে। আর এই কেন্দ্র থেকে শুধু সাত কলেজের শিক্ষার্থীরাই টিকা পাবে ৷ 

সিভিল সার্জন আরও বলেন, যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে টিকার ব্যবস্থা করতে কাজ চলছে। আগামী ছয় থেকে সাত দিনের মধ্যে টিকা কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি ৷


 

বিভি/এসআরটি/রিসি 

মন্তব্য করুন: