• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

গুচ্ছ ভর্তি পরীক্ষায় কুবি`র কেন্দ্রে সাত হাজার ২৬ পরীক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭:০০, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
গুচ্ছ ভর্তি পরীক্ষায় কুবি`র কেন্দ্রে সাত হাজার ২৬ পরীক্ষার্থী

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিবে সাত হাজার ২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ অক্টোবর 'এ' ইউনিটে দুই হাজার ৫০৫ জন, ২৪ অক্টোবর 'বি' ইউনিটে একই সংখ্যক ভর্তিচ্ছু এবং ১ নভেম্বর 'সি' ইউনিটে ২ হাজার ১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কাজে সংশ্লিষ্ট সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে সার্বিক সহযোগিতা প্রদান ও দায়িত্ব পালনের জন্য আহবান করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে এবারই প্রথম গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

 

বিভি/এমএম/রিসি 

মন্তব্য করুন: