• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

দেড় বছর পর ক্লাসে ঢাবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৩:৫৯, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
দেড় বছর পর ক্লাসে ঢাবি শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

করোনা’র কারণে দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে। 

রবিবার (১৭ অক্টোবর) সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। বিভিন্ন অনুষদের প্রবেশমুখে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা ও হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের মাস্ক পরিধানও নিশ্চিত করা হচ্ছে।

গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ৫ অক্টোবর এবং ১০ অক্টোবর সব আবাসিক শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আজ থেকে বিশ্ববিদ্যালয়ে ‘স্বাস্থ্যবিধি’ মেনে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। তবে ক্লাসের পাশাপাশি কোনো বিভাগ বা ইনস্টিটিউট চাইলে সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস অনলাইনেও নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন ও অফলাইন সমন্বয়ে ক্লাস কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে ন্যূনতম ৬০ ভাগ ক্লাস সশরীরে নিতে হবে। এছাড়া সেশনজট কাটাতে ছয় মাসের সেমিস্টার চার মাসে সম্পন্ন করার কথাও বলা হয়েছে।
 

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: