• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ঢাকা কলেজের অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের হল খুলছে ২৪ অক্টোবর 

ঢাকা কলেজ

প্রকাশিত: ১৫:১৫, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
ঢাকা কলেজের অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের হল খুলছে ২৪ অক্টোবর 

ঢাকা কলেজের অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের জন্য হল খুলছে আগামী ২৪ অক্টোবর। শনিবার ( ১৬ অক্টোবর) ঢাকা কলেজর অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার এবং ছাত্রাবাস কমিটির আহ্বায়ক ও উপাধ্যক্ষ এ.টি.এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা করোনা'র নেগেটিভ সনদ বা টিকা প্রদানের সনদ ও কলেজ আইডি কার্ডের ফটোকপি দেখিয়ে আগামী ২৪ অক্টোবর বিকাল ৪ টা থেকে আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। 

অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের হল কর্তৃক সরবরাহ কৃত আবাসিক ফরম পূরণ করে বিভাগ কর্তৃক যাচাই পূর্বক আগামী ১০ নভেম্বরের মধ্যে হল তত্ত্বাবধায়েকর নিকট জমা দিতে হবে। 

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হলের সিটরেন্ট প্রদান করতে হবে।  হলে অবস্থানকালে শিক্ষার্থীদেরকে অবশ্যই মাউশি অধিদফতর থেকে জারিকৃত ‘কোভিড ১৯ ও ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হোস্টেল খোলা ও পরিচালনা সংক্রান্ত নির্দেশনা’ কঠোরভাবে মেনে চলতে হবে। 

করোনা পরিস্থিতি খারাপ হলে অথবা করোনা'র প্রাদুর্ভাব বেড়ে গেলে পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক হল বন্ধের সিদ্ধান্ত হলে ছাত্ররা হল ছেড়ে দিতে বাধ্য থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

 

বিভি/এসআরটি/রিসি 

মন্তব্য করুন: