• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

র্দীঘ ১৯ মাস পর রুয়েটের হল খুলছে কাল

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৯, ২৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
র্দীঘ ১৯ মাস পর রুয়েটের হল খুলছে কাল

র্দীঘ ১৯ মাস পর আগামীকাল সকাল ৮টা থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলো খোলা হচ্ছে। করোনা টিকা সনদ অথবা করোনা’র টিকা নিবন্ধনের ফটোকপি জমা দিয়ে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক সেলিম হোসেন বলেন, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা টিকা গ্রহণের সনদ কিংবা নিবন্ধনের সনদ দেখিয়ে হলে প্রবেশ করতে পারবেন।

করোনা মহামারির কারণে গতবছরের ২৪ মার্চ থেকে বন্ধ রয়েছে রুয়েটের সব আবাসিক হল। গত ৩ অক্টোবর রুয়েটের সিন্ডিকেটের জরুরি সভায় সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিভি/এমএইচএ/রিসি 

মন্তব্য করুন: