• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ঢাবি’র ডিন নির্বাচনে আ.লীগপন্থীদের নিরঙ্কুশ জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৬, ১৩ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
ঢাবি’র ডিন নির্বাচনে আ.লীগপন্থীদের নিরঙ্কুশ জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দশটি অনুষদে ডিন নির্বাচনে দশটিতেই আওয়ামীপন্থি শিক্ষক প্রতিনিধিরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। তাঁরা সরকার দলীয় শিক্ষকদের সংগঠন নীল দলের মনোনয়নে এই নির্বাচনে অংশ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী এই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে ওইদিন সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে ডিন নির্বাচনের ভোটগ্রহণ।

নবনির্বাচিত ডিনরা হলেন কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির, আইন অনুষদে অধ্যাপক ড. রহমত উল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদে অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, ফার্মেসি অনুষদে অধ্যাপক সীতেশ চন্দ্র, ব্যবসায় শিক্ষা অনুষদে অধ্যাপক আব্দুল মঈন, বিজ্ঞান অনুষদে অধ্যাপক আব্দুস ছামাদ, চারুকলা অনুষদে অধ্যাপক ড. নিসার হোসেন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদে অধ্যাপক জিল্লুর রহমান, জীব বিজ্ঞান অনুষদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাহবুব হাসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ১৩টি অনুষদের মধ্যে শিক্ষা অনুষদ, ওষুধ অনুষদ এবং পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদে সরকার সরাসরি ডিন নিয়োগ দেয়। বাকি ১০ অনুষদে নির্বাচনের মধ্য দিয়ে ডিন নির্বাচিত হয়।

 

বিভি/এআর/রিসি 

মন্তব্য করুন: