• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

মুগ্ধতা ছড়াচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম আলোকচিত্র প্রদর্শনী

ইমানুল সোহান, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ২১ মে ২০২২

ফন্ট সাইজ
মুগ্ধতা ছড়াচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম আলোকচিত্র প্রদর্শনী

প্রকৃতির অপরূপতা, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা, মানুষের জীবনচক্রসহ বহুমাত্রিক চিত্রকল্প। যা নিপুণ হাতের ক্যামেরা ক্লিকে পেয়েছে ভিন্নতা। এ যেন কল্পনার এক আসর। যা ফটো ফ্রেমে আবদ্ধ হয়েও বাস্তবিক দৃশ্যের জানান দিচ্ছে। যা দেখে মুগ্ধ, বিস্ময় প্রকাশ করছে দর্শনার্থীরা। এছাড়াও ফ্রেমগুলোর সঙ্গী হতে সেলফিতে আবদ্ধ করছে নিজেদের। 

বলছি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে  প্রথমবারের মতো শুরু হওয়া দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর কথা। আজ শনিবার (২১ মে) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি এসোসিয়েশনের আয়োজনে এ প্রদর্শনী শুরু হয়। যা চলবে ২২মে পর্যন্ত।

প্রদর্শনী দেখে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিনহাজুল হক রুমন বলেন, ছবি যে হৃদয়কে জয় করতে পারে তা আজকে বুঝলাম। একেকটি ছবি বহুমাত্রিক অর্থের জানান দিচ্ছে। যা দেখে আমরা মুগ্ধ। একরম আয়োজন বার বার হবে এ প্রত্যাশা করি আয়োজকদের কাছে।

আয়োজকরা জানান, অনলাইন ইভেন্টের মাধ্যমে ড্রোন ফোটোগ্রাফি, ন্যাচার, পোট্রের্ট, লাইফস্টাইল, স্ট্রিটসহ বিভিন্ন ক্যাটাগরিতে ছবি আহ্বান করা হয়। যেখানে থাইল্যান্ড, মালয়েশিয়া, মায়ানমার, ভারত, ভুটান প্রভৃতি দেশ থেকে আলোকচিত্রীরা প্রায় ১২০০ ছবি জমা দেন। এরমধ্যে ১২০ টি ছবি প্রাথমিক ভাবে বাছাই করা হলেও প্রদর্শনীতে চূড়ান্ত ভাবে বাছাইকৃত ৮২ টি ছবি প্রদর্শিত হচ্ছে। 

এদিকে সেরা ৬টি ছবির আলোকচিত্রীকে প্রদর্শনীর শেষ দিনে সর্বমোট ২০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এছাড়া প্রদর্শিত ছবিগুলো দর্শনার্থীরা ক্রয় করতে চাইলে প্রতিটি ছবির মূল্য ২৫০০ টাকা। তবে পুরস্কার প্রাপ্ত ছবি কিনতে চাইলে সে ক্ষেত্রে এর মূল্য ৫০০০ টাকা। 

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, 'দীর্ঘ দিনের প্রচেষ্টার ফল এই আয়োজন। শিক্ষার্থীদের পদচারণা আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছে। ভবিষ্যতে আরও এরকম আয়োজন করার চেষ্টা করবো আমরা।' 
 

বিভি/এজেড

মন্তব্য করুন: