• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দেশসেরা নুয়েলের কোনো স্মার্ট ফোন নেই

হারুন আনসারী, ফরিদপুর

প্রকাশিত: ১৬:২০, ২৮ জুন ২০২২

আপডেট: ১৮:৫০, ২৮ জুন ২০২২

ফন্ট সাইজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দেশসেরা নুয়েলের কোনো স্মার্ট ফোন নেই

‘‘সময় নষ্ট হবে এজন্য তাকে আমরা কোনো স্মার্ট ফোন কিনে দেইনি। পুরনো একটি বাটন ফোনই ব্যবহার করে। আমরা গেলে আমাদের ফোনটি নিতো। তবে কোনো গেমস খেলতো না। শিক্ষামূলক মুভি দেখতো। ওর রুটিন ছিলো ভোরে উঠে ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াতের পর লেখাপড়া শুরু করা। পড়াশুনার বাইরে সে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে। অনেক সময় বাসায় কাজের বুয়া না আসলে নিজের জন্য খাবার রান্না থেকে গৃহস্থালীর কাজও করতে হয়েছে তাকে। করোনার মধ্যে একবছর ফরিদপুরের বাসায় একাই থেকেছে। এসময় খুবই কষ্ট করেছে ছেলেটা।’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ফরিদপুরের রাজেন্দ্র কলেজের ছাত্র নাহনুল কবির নুয়েলের সম্মন্ধে এমনই তথ্য জানালেন তার বাবা চাঁদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আনোয়ারুল কবির। 

তার মা মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাজমুন নাহার। পরিবারের একমাত্র সন্তান নুয়েল।  কর্মসূত্রে মা-বাবা দু’জনেই থাকতেন ফরিদপুরের বাইরে। ২০১৯ সাল থেকে ফরিদপুরের একটি ভাড়া বাসায় থাকতেন নুয়েল। সামর্থ্যবান মা-বাবার স্বাবলম্বী পরিবারের সন্তান হলেও খুবই ছিমছাম পরিচ্ছন্ন ও সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত সে। নিয়মানুবর্তিতা ও সুশৃঙ্খল জীবনযাপনের মধ্য দিয়েই নিজেকে দেশসেরা হিসেবে গড়ে তুলেছে নিজেকে। বাংলা ভিশনের সাথে আলাপকালে নুয়েলের গর্বিত বাবা প্রকৌশলী আনোয়ারুল কবির জানান এসব কথা। 

তিনি এই প্রতিবেদককে জানান, ২০০২ সালে খুলনায় জন্ম নুয়েলের। প্রাথমিকের পাঠ শেষ করেছে খুলনার রোটারী স্কুলে। ২০১২ সালে তিনি খুলনা থেকে ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ভাইস প্রিন্সিপাল হিসেবে বদলি হয়ে আসেন। নুয়েল ভর্তি হন ফরিদপুর জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে। বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ পেয়ে এসএসসি পাশ করে ভর্তি হন সরকারি রাজেন্দ্র কলেজের মানবিক বিভাগে।

‘‘আমাদের ভাইবোনের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে কিন্তু কেউ জুডিশিয়াল সার্ভিসে নেই। এজন্য আমাদের মতো নুয়েলেরও ইচ্ছা ছিলো বড় হয়ে সে এই লাইনে পড়াশুনা করবে। এই কারণেই বিজ্ঞান বিভাগ ছেড়ে এইচএসসিতে মানবিক বিভাগে ভর্তি। এইচএসসি পাশ করার পর সে পিইউবিতে (দ্য পিপল্স ইউনিভার্সিটি অব বাংলাদেশ) পরীক্ষা দিয়েও সে ফার্স্ট হয়। এখনও সে বিইউপিতে (ইউনিভার্সিটি অব প্রফেশনালস) ভর্তি আছে’’ জানান প্রকৌশলী আনোয়ারুল কবির। 

তিনি বলেন, ফরিদপুরে থাকাকালে স্কুলের বাইরে নুয়েলকে বাসায় আমিই পড়াতাম। তবে আমি চলে আসার পর ওর ডিপার্টমেন্টের একজন হেডের কাছে পড়তো। পড়াশুনার বাইরে নুয়েলের অন্য কোনো আকর্ষণ ছিলো না। ওর ব্যক্তিগত কোনো চাহিদা ছিলো না। ১০ টাকার একটি পাঞ্জাবি দিলে তাতেই খুশি। শহরের চাঁদমারিতে একটি ৪তলা ভবনের ৩য় তলায় ভাড়া বাসায় থাকতেন নুয়েলের পরিবার। মা-বাবা দু’জনেই চাকরি সূত্রে বাইরে থাকায় ২০১৮ সালের পর একাই থাকতে হতো থাকে। করোনার কারণে ও ফরিদপুর ছাড়তেও পারছিলো না। পরীক্ষা আজকে হবে, কালকে হবে।

নুয়েলের প্রতিদিনের রুটিন কেমন ছিলো এর জবাবে প্রকৌশলী আনোয়ারুল কবির বলেন, খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায়ের পর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হতো তার দিন। আমরা ওকে সেভাবেই গড়ে তুলেছি। অবশ্য মাঝেমাঝে উঠতে পারে না জানিয়ে তিনি বলেন, আজ ভোরেও আমি ওকে ফোন করে ঘুম থেকে তুলে দিয়েছি। অবশ্য আগের দিন ঢাকায় সাংবাদিকদের সাথে ইন্টারভিউ শেষে তার বাড়ি ফিরতে রাত ২টা-৩টা বেজে যায়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভর্তি পরীক্ষার জন্য নুয়েল তিন-চারমাস কোচিং করেছে ঢাকার একটি কোচিং সেন্টারে। তবে স্কুলজীবনে তার কোন টিউটর ছিলো না। 

নুয়েলের বাবা বলেন, ছুটির দিনে আমরা ফরিদপুরে যেতাম তখনই কেবল আমাদের স্মার্ট ফোন ব্যবহার করতো। তবে কোনো গেমস বা অন্য কিছু করতো না। শিক্ষামূলক ইংলিশ মুভি দেখতো।  

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নাহনুল কবির নুয়েলের সাফল্যে গর্বিত রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা বলেন, নুয়েল খুবই মেধাবী একজন ছাত্র। এজন্য তাকে আলাদাভাবে চিনতাম। আমরা তার সাফল্যে খুবই আনন্দিত। সে শুধু নিজেরই নয়, আমাদের কলেজের জন্যও গৌরব এনে দিয়েছে। ঢাকার বাইরের কলেজগুলোতেও যে সেরা ছাত্র থাকতে পারে সেটি তার মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হয়েছে। তার এ সাফল্যের খবর শুনে আমি ফোন করে তার মা-বাবাকেও অভিনন্দন জানিয়েছি।

নাহানুল কবির নুয়েলের মা নাজমুন নাহার বলেন, আমার ছেলেটি ছোটবেলা থেকেই খুব শান্তশিষ্ট। পড়ালেখার প্রতিই ওর সব থেকে বেশি আগ্রহ। ওর বাবার ইচ্ছা ও আইন বিষয়ে পড়ালেখা করবে। তার বাবা ইঞ্জিনিয়ার, আমি কৃষিবিদ। তাই চেয়েছি, ছেলে আইন ও বিচার বিভাগে প্রতিষ্ঠিত হোক।

নাহনুল কবির নুয়েল বলেন, আমার বন্ধুদের একেক জনের একেক রকমের আশা ছিলো। তবে বাবা সবমসময় চাইতেন আমি যেন পড়ালেখা করে বিচারক হই। সেই থেকে বিচারক হওয়ার ইচ্ছা আমার।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া নাহনুল কবির নুয়েল জেলা জজ হবার স্বপ্ন দেখেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হবেন বলে জানান। 

নাহনুল কবির নুয়েল বলেন, আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। যারা আগামীতে 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে নুয়েল বলেছেন, এইচএসসি পরীক্ষার পর প্রথম থেকেই নিয়মিত পড়াশোনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তিনি নিজেও প্রতিদিন ৭/৮ ঘণ্টা করে পড়েছেন বলে জানান।

বিভি/এএন

মন্তব্য করুন: