• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ছাত্রদল-ছাত্রলীগের কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত

প্রকাশিত: ১৬:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৬:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
ছাত্রদল-ছাত্রলীগের কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত

দেশের প্রধান দুই রাজনৈতিক দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। দুই শীর্ষ ছাত্র সংগঠনের কর্মসূচি ঘিরে মুখোমুখি অবস্থানের শঙ্কা রয়েছে। এমনকি পাল্টাপাল্টি মিছিলে হাতাহাতির ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নীলক্ষেত এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ মুখে হাতাহাতিতে জড়ায় ছাত্রদল ও ছাত্রলীগের কর্মীরা। এ সময় ছাত্রলীগের কর্মীদের ধাওয়া খেয়ে পিছু হটে ছাত্রদলের কর্মীরা।

পরে ছাত্রলীগের কর্মীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের নীচে অবস্থান নিয়ে সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন।

মঙ্গলবার বিকাল ৪টায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করার শিডিউল নেওয়া ছিল। কিন্তু তারা পারেননি।

একইদিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে ঢাবি শাখা ছাত্রলীগ। ফলে দুদলের কর্মীদের রুটও ছিল একই। ছিল সংঘাতের আশঙ্কা।

আরও পড়ুন: পুলিশ-বিএনপি সংঘর্ষ: ছাত্রলীগকর্মী, সাংবাদিকও আসামি

বিভি/এজেড

মন্তব্য করুন: