• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

খেতাবধারী মুক্তিযোদ্ধাকে শোকজ করা মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা

প্রকাশিত: ১৪:০০, ২০ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৪:০৯, ২০ ডিসেম্বর ২০২০

ফন্ট সাইজ
খেতাবধারী মুক্তিযোদ্ধাকে শোকজ করা মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও একজন খেতাবধারী মুক্তিযোদ্ধাকে সত্য বলার অপরাধে শোকজ করা দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর। 

রবিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আপাদমস্তক অগণতান্ত্রিক। তিনি বলেন, নেতিবাচক রাজনীতির কারনে বিএনপি এখন জনবিচ্ছিন্ন এবং তাদের নেতৃত্ব বহুধাবিভক্ত। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের সাথে গোপন সখ্যতা রাখায় বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক । তিনি বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোনঠাসা করে রাখার জন্য একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

 

মন্তব্য করুন: