• NEWS PORTAL

শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ভূত নয়, জয়াকে পরী বলুন: সায়নী ঘোষ

প্রকাশিত: ১৩:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
ভূত নয়, জয়াকে পরী বলুন: সায়নী ঘোষ

কলকাতায় অনুষ্ঠিত হয়েছে জয়া আহসানের ‘ভূত পরী’ সিনেমার বিশেষ প্রদর্শনী। সেখানে অনেক নামীদামি অভিনয়শিল্পীর পাশাপাশি দেখা গেছে সায়নী ঘোষকেও। সেখানেই জয়াকে নিয়ে মন্তব্য করলেন এই অভিনেত্রী। 

পরনে লাল রঙের শাড়ি, সেজেগুজে ঠিক যেন আদ্যোপান্ত একজন পরী জয়া। তিনি পর্দায় হাজির হচ্ছেন ‘ভূত পরী’ হয়ে। অথচ যত বয়স বাড়ছে ততই যেন সুন্দরী হচ্ছেন এই অবিনেত্রী। এবার তার প্রিমিয়ারে গিয়েই ফাঁসলেন সায়নী ঘোষ। 

জয়ার রূপের প্রশংসা করতে গিয়েই তাকে যা যা শুনতে হল। যবে থেকে তিনি রাজনীতির সঙ্গে জড়িয়েছেন তবে থেকে সাজগোজ অনেক কমে গেছে তার। একদম সাদামাটা সাজে তাকে দেখা যায়। এবারও ব্যতিক্রম না। জয়াকে দেখেই জড়িয়ে ধরলেন সায়নী ঘোষ। আর তারপর বললেন, ‘জয়া আহসানকে কেউ ভূত বলবেন না, তবে পরী অবশ্যই বলতে পারেন।’ যদিও সায়নীর এই কথায়, জয়া নিজেও হেসে ওঠেন।

উল্লেখ্য, গেল বছর জয়ার জন্য বেশ ভালই গিয়েছে। কলকাতায় দশম অবতারের সাফল্য, তার সঙ্গে অর্ধাঙ্গিনীও বেশ মনে ধরেছিল দর্শকদের।

বিভি/এসকে/এজেড

মন্তব্য করুন: