• NEWS PORTAL

  • শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পঙ্কজ উদাস আর নেই

প্রকাশিত: ১৮:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
পঙ্কজ উদাস আর নেই

ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২। সোমবার (২৬ ফেব্রুয়ারি) গায়কের কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রাম দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে গায়ক নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের 

পঙ্কজ উদাস ভারতের গুজরাতে জন্মগ্রহণ করেন। মূলত গজলশিল্পী হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান।

পঙ্কজ উদাসের সঙ্গীত জীবনের বিস্তার চার দশকেরও বেশি সময়। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান গুজরাটে জন্মগ্রহণ করা এই কিংবদন্তি। পঙ্কজ উদাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে নায়াব উদাস।

অনুষ্ঠান, অ্যালবাম, ছবির গানে আশির দশককে মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজ রে কি ধার’, ‘দিওয়ারোঁ সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনকাব’- পঙ্কজ উদাসের গাওয়া সব গজল আজও শ্রোতাদের মনের খোরাক। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: