মা দিবসে মায়ের জন্যে কাঁদলেন পূজা চেরি
ছবি: ফেসবুক থেকে নেয়া
বিশ্ব ‘মা’ দিবসে মায়ের জন্যে কাঁদলেন চিত্রনায়িকা পূজা চেরি। রবিবার (১২ মে) পূজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কান্নারত ছবিসহ একটি স্ট্যাটাস দেন। বেলা ১১টা ২২ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে মায়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি।
এ ছবির ক্যাপশনে পূজা লেখেন- ‘ভালো থাকুক পৃথিবীর সকল মা। মামণি দেখেছো? তুমি কি পচা কাজ করেছো, সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে পানি পড়তে দিলে! সারা জীবনই তো এই পানি পড়বে গো মা। কী করে থামাবো?’
পূজা আরও লেখেন- ‘উফ খুব কষ্ট হচ্ছে মামণি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামণি আর মনে রেখ, তোমার হাতের লাঠিটা অনেক মিস করি... অনেক অনেক অনেক।’
উল্লেখ্য, চলতি বছরের ২৪ মার্চ সকালে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়।
বিভি/এমআর
মন্তব্য করুন: