• NEWS PORTAL

  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবারের কান উৎসবে প্রদর্শিত হবে বিশ্বখ্যাত যেসব সিনেমা

প্রকাশিত: ১২:০৮, ১৫ মে ২০২৪

ফন্ট সাইজ
এবারের কান উৎসবে প্রদর্শিত হবে বিশ্বখ্যাত যেসব সিনেমা

বিশ্বের অন্যতম সুপ্রাচীন আর জাঁকজমকপূর্ণ চলচ্চিত্র উৎসব কান। প্রতি বছরই ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব।’ সেই ধারাবাহিকতায় এবারের কান উৎসব ২০২৪-এর ৭৭তম আসরের পর্দা উঠেছে মঙ্গলবার (১৪ মে)। ফ্রান্সের এই পুরনো শহর কানে প্রতি বছর সমাগম ঘটে বিশ্বসিনেপ্রেমীদের! শোবিজ দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব এটি।

৭৭তম এই আসরের রেড কার্পেটে আলো ছড়িয়েছেন হলিউড-বলিউডসহ বিশ্বের নামিদামি তারকারা। প্রতি বছরই এই উৎসবের রেড কার্পেট ঘিরে থাকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এবারও তার ব্যতিক্রম হয়নি।উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় হলিউড তারকা মেরিল স্ট্রিপের হাতে তুলে দেওয়া হয়েছে ‘পাম ডি অর’ সম্মাননা। 

প্রতি বছরই বাছাই করা বেশ কিছু চলচ্চিত্র দেখানো হয় এই উৎসবে। এবারের তালিকায় কিছু ভারতীয় সিনেমাও রয়েছে। প্রদর্শিত হবে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও শ্যাম বেনেগালের ‘মন্থন’।।চলতি বছর ব্রিটিশ-ইন্ডিয়ান সিনেমা ‘সন্তোষ’ দেখানো হবে। এছাড়া ‘সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ সিনেমাটিও কানে দেখানোর জন্য মনোনীত হয়েছে। 

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের এবার মূল প্রতিযোগিতায় ১৯টি, আঁ সার্তে রিগা বিভাগে ১৫টি, প্রতিযোগিতার বাইরে ৫টি, মিডনাইট স্ক্রিনিংস বিভাগে ৪টি, কান প্রিমিয়ারে ৬টি এবং স্পেশাল স্ক্রিনিংস বিভাগে ৫টি চলচ্চিত্র স্থান পেয়েছে। এছাড়া আরো কিছু ছবি এই তালিকায় যুক্ত হবার সম্ভাবনা রয়েছে।

কান উৎসবের এবারে যে সিনেমাগুলো প্রদর্শিত হবে তার তালিকা তুলে ধরা হলো:

মূল প্রতিযোগিতা
=============

* দ্য অ্যাপ্রেনটিস (আলি আব্বাসি, ইরান/ডেনমার্ক)

* মোটেল ডেস্টিনো (করিম আইনুজ, ব্রাজিল)

* বার্ড (আন্ড্রেয়া আর্নল্ড, যুক্তরাজ্য)

* এমিলিয়া পেরেস (জ্যাক অদিয়াঁর, ফ্রান্স)

* আনোরা (শন বেকার, যুক্তরাষ্ট)

* মেগালোপলিস (ফ্রান্সিস ফোর্ড কপোলা, যুক্তরাষ্ট্র)

* দ্য শ্রাউডস (ডেভিড ক্রোনেনবার্গ, কানাডা)

* দ্য সাবস্ট্যান্স (কোরালি ফারজাঁ, ফ্রান্স)

* গ্র্যান্ড ট্যুর (মিগেল গোমেজ, পর্তুগাল)

* মার্সেলো মিয়ো (ক্রিস্তফ অনোরেঁ, ফ্রান্স)

* কট বাই দ্য টাইডস (জিয়া জ্যাং-কি, চীন)

* অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া, ভারত)

* কাইন্ডস অব কাইন্ডনেস (ইয়োর্গোস লানতিমোস, গ্রিস)

* বিটিং হার্টস (জিল ল্যুলুশ, ফ্রান্স)

* ওয়াইল্ড ডায়মন্ড (আগাত রিদাঁজে, প্রথম চলচ্চিত্র, ফ্রান্স)

* ওহ কানাডা (পল শ্রেডার, যুক্তরাষ্ট্র)

* লিমোনোভ–দ্য ব্যালাড (কিরিলি সেরেব্রেনিকোভ, রাশিয়া)

* পার্থেনোপ (পাওলো সরেন্তিনো, ইতালি)

* দ্য গার্ল উইথ দ্য নিডেল (মান্নেস ফন হোর্ন, সুইডেন)

আঁ সাঁর্তে রিগা
===========

* নোরা (তৌফিক আল জায়দি, সৌদি আরব)

* দ্য শেমলেস (কনস্তান্তিন বোজানভ, বুলগেরিয়া)

* ল্যু রয়য়ুম (জুলিয়ান কোলোনা, প্রথম চলচ্চিত্র, ফ্রান্স)

* হলি কাউ (লুইস কুরভয়জিয়ের, প্রথম চলচ্চিত্র, ফ্রান্স)

* হু লেট দ্য ডগ বাইট? (লেটিটিয়া ডশ, প্রথম চলচ্চিত্র, ফ্রান্স/সুইজারল্যান্ড)

* ব্ল্যাক ডগ (গুয়ান হু, চীন)

* দ্য ভিলেজ নেক্সট টু প্যারাডাইস (মো হারাবে, প্রথম চলচ্চিত্র; সোমালিয়া)

* সেপ্টেম্বর সেইস (আরিয়েন লাবেদ, প্রথম চলচ্চিত্র; গ্রিস/ফ্রান্স)

* দ্য স্টোরি অব সুলেমান (বরিস লোজকাইন)

* দ্য ড্যামড (রবার্তো মিনারভিনি, ইতালি)

* অন বিকামিং অ্যা গিনি ফাউল (রুঙ্গানো নিয়োনি, জাম্বিয়া/ওয়েলশ)

* মাই সানশাইন (হিরোশি ওকুয়ামা, জাপান)

* সন্তোষ (সন্ধ্যা সুরি, ভারত/যুক্তরাজ্য)

* ভিয়েত অ্যান্ড নাম (ট্রুয়ং মিন কুই, ভিয়েতনাম)

* আরমান্ড (হল্ফদান উলমন তন্দেল, প্রথম চলচ্চিত্র, নরওয়ে)

*  দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ (মোহাম্মদ রসৌলফ, ইরান/ফ্রান্স)

প্রতিযোগিতার বাইরে
================
* দ্য সেকেন্ড অ্যাক্ট (কোয়ান্তাঁ দ্যুপিয়ো, ফ্রান্স)

* শি’জ গট নো নেম (চ্যান পিটার হো-সান, হংকং)

* হরাইজন, অ্যান আমেরিকান সাগা (কেভিন কস্টনার, যুক্তরাষ্ট্র)

* রিউমারস (এভান জনসন, গ্যালেন জনসন, গাই ম্যাডিন; কানাডা)

* ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা (জর্জ মিলার, অস্ট্রেলিয়া)

মিডনাইট স্ক্রিনিংস
==============
* টোয়াইলাইট অব দ্য ওয়ারিয়র: ওয়াল্ড ইন (সয় চিয়েং, হংকং)

* দ্য সারফার (লোরক্যান ফিনেগ্যান, আয়ারল্যান্ড)

* দ্য ব্যালকনেটস (নোইমি মেরল্যঁ, ফ্রান্স)

* আই, দ্য এক্সেকিউশনার (রিও সিয়াং ওয়ান, দক্ষিণ কোরিয়া)

কান প্রিমিয়ার
===========
* এভরিবডি লাভস তুদা (নাবিল আয়ুশ, মরক্কো/ফ্রান্স)

* ইট’স নট মি (লিউস ক্যারাক্স, ফ্রান্স)

* দ্য  মার্চিং ব্যান্ড   (ইমানুয়েল কুরকোল, ফ্রান্স)                                                   

* মিজেরিকর্ডিয়া (আলা জিরোডি, ফ্রান্স)

* জিম’স স্টোরি (আহনু লারিউ ও জ্যঁ-মারি লারিউ, ফ্রান্স)

* মিটিং উইথ পল পত (রীতি পান, কম্বোডিয়া)

স্পেশাল স্ক্রিনিংস
=============
* অ্যান অর্ডিনারি কেস (দানিয়েল অঁতাই, ফ্রান্স)

* আর্নেস্ট কোল: লস্ট অ্যান্ড ফাউন্ড (রাউল পেক, হাইতি)

* দ্য ইনভেশন (সার্গেই লোজনিৎসা, ইউক্রেন)

* লার্ন (ক্লেয়ার সাইমন, ফ্রান্স)

* দ্য বিউটি অব গাজা (ইওলঁন্দ জাউবারম্যান, ফ্রান্স)

প্রসঙ্গত, ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজিত উৎসবটির উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত  হয়েছে কোয়ান্তাঁ দ্যুপিয়ো পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। এবারের কান উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁন। সমাপনী অনুষ্ঠানেও ক্যামিল কোতাঁন উপস্থাপকের দায়িত্ব পালন করবেন।

 

বিভি/জোহা/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2