তুর্কি সিরিজ কুরুলুস উসমানের নায়ক আসছেন বাংলাদেশে
সম্প্রতি বিশ্বব্যাপী বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করেছে তুরস্কের কিছু ইসলামিক সিরিজ। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে সুলতান সুলেমান, কুরুলুস উসমান, আর্তুগ্রুলের জনপ্রিয়তা। এরই মধ্যে বাংলাদেশি ভক্তদের সুসংবাদ দিয়েছেন কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট। তিনি আসছেন বাংলাদেশ সফরে।
বাংলাদেশ সফরের বিষয়টি বুরাক অ্যাজিভিট নিজেই নিশ্চিত করেছেন। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। বৃহস্পতিবার (১৬ মে) একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।
ওই ভিডিওতে তাকে বাংলা ভাষায় কথা বলতেও দেখা গেছে। বাংলা ভাষায় বুরাক বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।
একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে নায়ক বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন, সেটি এখনো জানানো হয়নি।
বিভি/এজেড
মন্তব্য করুন: