• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বিয়ের এক বছর না হতেই বাবা হলেন ‘হাবু ভাই’

প্রকাশিত: ১৩:৫৯, ১১ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
বিয়ের এক বছর না হতেই বাবা হলেন ‘হাবু ভাই’

বাবা হলেন চাষী আলম

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা চাষী আলম। যাকে সবাই হাবু ভাই বলেই বেশি চিনেন। গত বছর ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে বিয়ে করেন তিনি। বিয়ের এক বছর পূর্ণ না হতেই বাবা হলেন এই অভিনেতা। 

বৃহস্পতিবার (১১ জুলাই) বিষয়টি জানিয়েছেন চাষী আলমের স্ত্রী তুলতুল ইসলাম মোহনা। চাষী আলমের কোলে সন্তানের একটি ছবি পোস্ট করেন তিনি লেখেন, ‘আমাদের নতুন প্রেমের সঙ্গে পরিচিত হোন, জুনিয়র চাষী নূর ফারিস্তা।’ 

চাষী আলম বলেন, ‘আলহামদুলিল্লাহ। মা এবং ছেলে দুইজনই খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত,  কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান হাবু ভাই। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। 

বিভি/জোহা

মন্তব্য করুন: