সব অভিমান ভুলে একসঙ্গে নাচলেন সালমান-ক্যাটরিনা-রণবীর
সালমান-ক্যাটরিনা-রণবীর
অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে বসেছিল তারকাদের মেলা। জিয়ো ওয়ার্ল্ড কনভেশন সেন্টার নাচ-গানে মাতিয়ে রেখেছিলেন বলিউড-বলিউড তারকারা। কখনও এপি ধিলোর গানে, কখনও আবার রেমার গান ‘কাম ডাউন’-এ পা মেলালেন তারকারা।
পুরনো মান-অভিমান সমস্ত ভুলে এ দিন অনন্ত-রাধিকার বিয়েতে সকলে একসঙ্গে নাচলেন। কে কার প্রাক্তন, সে সব ভুলেই সকলে মিলে নাচলেন বলি তারকারা। বি-টাউনে ক্যাটরিনা কাইফ, সালমান খান ও রণবীর কাপুরের সমীকরণ কারও অজানা নয়। মিকা সিং-এর গানে প্রায় একসঙ্গেই পা মেলালেন রণবীর ও ক্যাটরিনা। খানিক দূরত্বেই সেই একই গানে নাচলেন বলিউড ভাইজান সালমান খান।
ক্যাটরিনার আশপাশেই ছিলেন তার স্বামী ও অভিনেতা ভিকি কৌশল। এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেট নাগরিকেরা বলছেন, পুরনো মান-অভিমানের পালাও শেষ হলো অনন্ত-রাধিকার বিয়েতে।
কেরিয়ারের শুরুর দিকে সালমানের সঙ্গে বেশ কিছুদিন প্রেমের সম্পর্কে ছিলেন ক্যাটরিনা। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাট।বছরখানেক পরে সেই সম্পর্কেও ভাঙন ধরে। ফের সালমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এ নায়িকার। একসঙ্গে বেশ কিছু ছবিও করেন। যদিও রণবীরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ক্যাটরিনার।
তবে আম্বানী পরিবারের অনুষ্ঠানে সেই পুরনো সমীকরণ ভুলে সকলে একসঙ্গে নাচলেন মিকার গানে। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করলেন ছবিশিকারিরা। সালমানের সঙ্গে এ দিন নাচতে দেখা যায় শাহরুখ খানকেও। আবার শাহরুখকে দেখেই নাচতে নাচতে জড়িয়ে ধরেন নীতা অম্বানী।
বিভি/জোহা
মন্তব্য করুন: