অনন্ত ও রাধিকার বিয়ে ঘিরে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন!
অনন্ত আম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়েতে একসঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনকে। সেই সঙ্গে বচ্চন পরিবারের কারও সঙ্গে দেখা যায়নি সাবেক বিশ্ব সুন্দরীকে। যা দেখে তুমুল শোরগোল শুরু হয়েছে নেট পড়ায়। তবে কি সত্যি বিচ্ছেদের পথে হাঁটছেন ঐশ্বরিয়া-অভিষেক?
অনন্ত-রাধিকার বিয়ের রেশ কাটছে না। একই ভাবে, সেখানে ঘটে যাওয়া নানা অঘটন নিয়ে চর্চাও থামছে না। বিয়ের অনুষ্ঠানে হাতে হাত রেখে উপস্থিত অমিতাভ বচ্চন-জয়া বচ্চন। তাদের সঙ্গে শ্বেতা নন্দা, নিখিল নন্দা, নব্যা নভেলি নন্দা, অগ্যস্ত নন্দা, অভিষেক বচ্চন। কেবল ঐশ্বরিয়া আর আরাধ্যা বচ্চন বাদ!
বচ্চন পরিবার ছবিশিকারিদের সামনে পোজ় দিতেই গুনগুন শুরু। সেই গুঞ্জন জোরালো হয়েছে মেয়েকে নিয়ে রাইসুন্দরী আলাদা ভাবে বিয়েবাড়িতে পা রাখতেই। একই অনুষ্ঠানে রেখার সঙ্গে তার ঘনিষ্ঠতাও কারও চোখ এড়ায়নি।
বিভি/জোহা
মন্তব্য করুন: