• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আন্দোলনকারীদের কাছে ক্ষমা চাইলেন তাসনিয়া ফারিণ

প্রকাশিত: ১৫:৩৫, ৪ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
আন্দোলনকারীদের কাছে ক্ষমা চাইলেন তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পতনের এক দফা জানিয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। রাস্তায় নেমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদও জানাচ্ছেন অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

শনিবার (৩ আগস্ট) সোশ্যাল নেটওয়ার্কে আন্দোলনের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন ফারিণ। যেখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

ফারিণের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু আসা যায় না। তবু মনে হচ্ছে আমার চুপ থাকাটাকে নিজের কাছে নিজের সহ্য হচ্ছে না। আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম।

সাহসের অভাবে নীরব ছিলাম। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি। এ ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার। গা বাঁচিয়ে একটা দায়সারা বক্তব্য প্রদান করার চেয়ে আমার নীরব থাকাকে শ্রেয় মনে হয়েছে।

আজকে যখন হাজার হাজার মানুষ নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে শহীদ মিনারে জড়ো হলো, ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদে, তখন নিজের বাসায় বসে নিজের নিরাপত্তার কথা ভাবাটাই হাস্যকর।

কারও কোনো সাহায্য সহযোগিতা ছাড়া আপনারা সাধারণ মানুষ যারা এত সুন্দর করে দেশ সংস্কারের কাজ করে যাচ্ছেন তারাই আসল সেলিব্রিটি। আমার মতো স্বার্থপর মানুষদের অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে।

হয়ত একদিন আপনাদের মতো আমারও সাহস হবে, কোনো কিছু লিখতে বলতে গিয়ে দশ বার ভাবতে হবে না। এখনও অনেক কথা লিখতে গিয়ে বারবার মুছে ফেলছি। আপনাদের মনে কষ্ট দিয়েছি। আমি ক্ষমাপ্রার্থী। বাংলাদেশের নাগরিক হিসেবে চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। কেউ পারলে আপনারাই পারবেন।’  

বিভি/জোহা

মন্তব্য করুন: