• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘ভুলটা আমারই ছিল‘ নাটকে বাংলাভিশনের শুভ খান

প্রকাশিত: ১৭:৪১, ১৮ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:৪৪, ১৮ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
‘ভুলটা আমারই ছিল‘ নাটকে বাংলাভিশনের শুভ খান

শুভ খান

দীর্ঘ বিরতির পর একক নাটকের মধ্যে দিয়ে অভিনয়ে ফিরলেন শুভ খান। গণমাধ্যমকর্মী হয়ওয়া ব্যস্ততা বেশি থাকায় সে ভাবে অভিনয় দেখা যায়নি তাকে।  তবে এখন থেকে নিয়েমিত অভিনয় করার কথা জানালেন শুভ খান। সম্প্রতি ‘ভুলটা আমারই ছিল’ শিরনামে একটি একক নাটকের শুটিং শেষ করলেন। এই গল্পে তার বিপরিতে অভিনয় করেছেন তাসনোভা নিঝুম। 

নাটকের গল্প নিয়ে শুভ খান বলেন, সদ্য বিয়ে করা দম্পতি পাভেল ও সায়মা। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করে। তাদের প্রতিটি দিন শুরু হয় খুনসুটির ভেতর দিয়ে। বিয়ের বেশ কয়েক বছর পার করার পর এই দম্পতি বাচ্চা নেয়ার প্লান করে। কিন্তু কোনো কারণে তাদের পরিকল্পনায় বিশাল বাধা আসে। এভাবেই গল্প এগিয়ে যায়। শেষ পর্যন্ত কি ঘটে তা দেখতে হলে অবশ্যই আপনাকে নাটকটা দেখতে হবে।

শুভ খান আরো জানান, দারুণ একটি গল্প যেখানে প্রেম বিয়ে ভালোবাসা বিচ্ছেদ সব কিছু আছে এক কথায় আসাধারন গল্প। গল্পটি লিখেছেন সুদীপ্ত  সাঈদ খান তিনি এর আগে জাতীয় পুরস্কার পেয়েছেন। নাটকটি পরিচলনা করেছেন এসএম রুবেল রানা তিনিও এর আগে একাধিক নাটক নির্মাণ করেছেন। নাটকটি প্রোযোজনা করেছেন শাহীনুর আলম।
 
নাটকটিতে আরো অভিনয় করেছেন, জিদান সরকার, আনোয়ার শাই। সহকারি পরিচলক চিলেন মুন্না খান, চিত্র গ্রাহক এআর খোকন, মেকাপ আল-ইমরান, লাইটে জহির। ‘ভুলটা আমারই ছিল’ শিরোনামে এই নাটকটি শীঘ্রই বেসরকারি কোনো এক টিভি চ্যানেলে প্রচার হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2