• NEWS PORTAL

  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একসঙ্গে পূজা মণ্ডপে জয়া-কাজল, বিরক্ত হয়ে কাকে দিলেন ধমক!

প্রকাশিত: ১৬:৫৪, ১০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
একসঙ্গে পূজা মণ্ডপে জয়া-কাজল, বিরক্ত হয়ে কাকে দিলেন ধমক!

জয়া বচ্চন ও কাজল মুখার্জী

বলিউড পাড়ায়ও দুর্গা পূজার আমেজ কম নয়। কাজল, রানী মুখার্জী, জয়া বচ্চনসহ অনেক বাঙালি প্রভাসী থাকেন মুম্বাইতে। তাই সেই শহরের পূজা মণ্ডপে প্রতিমা দর্শনে যান বলিউডের তাবড় তারকারা। 

সপ্তমীতে জয়া বচ্চন এক সময় সপরিবার যেতেন পূজা মণ্ডপে। তবে গত বছর থেকে পরিবারে ফাটলের যে গুঞ্জন ছড়িয়ে পড়ছে, সেই আবহেই হয়তো এবার একা এলেন জয়া। সেখানে প্রতি বছর কাজলের সঙ্গে পোজ় দিতে দেখা যায় জয়াকে। এই দিনটিতে অবশ্য জয়া ছবি তোলার জন্য খুব একটা ধমক দেন না আলোকচিত্রীদের। কিন্তু এ বার কাজল যেন বড্ড রেগে গেলন, দিলেন জোর ধমকও।

সপ্তমীর সকালে দুই দাপুটে বঙ্গকন্যার সাক্ষাৎ। দেখামাত্রই একে অপকে জড়িয়ে চুম্বন করেন তারা। জয়ার এমন আদুরে চুম্বনে আপ্লুত কাজলও। এদিন অর্গ্যানজা শাড়িতে সেজেছিলেন কাজল। জয়ার পরনে হলুদ সিল্কের শাড়ি। দেখা হওয়া মাত্রই খোশগল্প শুরু করে দেন তারা। কিন্তু, আচমকাই ছন্দপতন! 

নিরাপত্তারক্ষীদের হুইস্‌লের কর্কশ আওয়াজে তাল কাটে দুজনের। বেজায় বিরক্ত হয়ে যান কাজল। ‘কে বাজাচ্ছে এসব? বন্ধ করো। কানে লাগছে’…, ধমকও দিলেন। কিছুটা বিরক্ত দেখালো জয়াকেও। আর সঙ্গে সঙ্গে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2