• NEWS PORTAL

  • সোমবার, ১১ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এক নারী সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন পরীমণি

প্রকাশিত: ১৯:০৩, ১০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
এক নারী সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন পরীমণি

পরীমণি

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালাজ ও হুমকির অভিযোগ এনেছে এক নারী সাংবাদিক। বুধবার দু’জনের কথোপকথনের সাড়ে ছয় মিনিটের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। যেখানে একপাশে কথা বলছিলেন সাংবাদিক মেহনাজ খান এবং অপর পাশে পরীমণি। যেখানে ঢাকাই সিনেমার এ নায়িকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।

জানা যায়, ঘটনার সূত্রপাত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। নিজের পোষাপ্রাণীর (কুকুর, যার নাম পুটু) প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি লম্বা স্ট্যাটাস দেন পরী। পোস্টে নিজ সন্তান রাজ্যের আগমনের পর তাকে সময় দিতে গিয়ে পুটুর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, সেকথা জানান তিনি। সন্তান আসার পর নিতান্তই পুটুকে আগের মতো সময় দিতে পারছিলেন না অভিনেত্রী। এক পর্যায়ে সন্তানের সঙ্গে পোষাপ্রাণীর বন্ধুত্ব তৈরির চেষ্টার কথাও লেখেন।

সেই স্ট্যাটাস ঘিরে প্রথম সারির একটি গণমাধ্যম খবর প্রকাশ করে, যার শিরোনাম ছিল, ‘বড় একটা ভুল করে অনুশোচনায় ভুগছি: পরীমণি’। পরবর্তীতে বিনোদন সাংবাদিক মেহনাজ খান সেই নিউজ কার্ডটি শেয়ার করেন। তবে শেয়ার করার সময় ক্যাপশনে তিনি লেখেন, ‘ইনজেনারেল — আর কি? এমন মানুষকে বিশ্বাস করা যার মাশুল বাচ্চারও দিতে হয়’।

এতেই চটে যান ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। প্রথমে সাংবাদিক মেহনাজ খানের সেই পোস্টে নিজের ব্যক্তিগত আইডি দিয়ে মন্তব্য করে বলেন, তার শেয়ার করা ক্যাপশনটি তিনি বোঝেন নি। উত্তরে মেহনাজ খান নায়িকাকে বলেন, ‘আপনাকে মিন করে কিছুই লিখিনি। আমি আমার বিষয় এবং আমার সন্তানের পরিস্থিতি নিয়ে লিখেছি।’

পরবর্তীতে এই পোষ্টের সূত্র ধরে দুজনের মধ্যে ফোলাপ হয়। কথা বলার এক পর্যায়ে মেহনাজ বলেন, তিনি বিনোদন সাংবাদিক সবাই তাকে চেনে। তিনি কখনও সন্তান নিয়ে লিখবেন না। তিনি দাবি করে বলেন, আপনি (পরীমনি) যেমন আপনার বাচ্চা নিয়ে সচেতন, আমিও আমার বাচ্চা নিয়ে সচেতন।

লম্বা সময় কথার একপর্যায়ে পরীমনিকে বলেন, আপনি রাজ ভাইকে (পরীমনির সাবেক স্বামী) মিন করে লিখেছেন। তখন হাসতে হাসতে পরী তার কথা বলার জন্য দুই মিনিট সময় চান। উত্তরে মেহনাজ সময় দেবেন না জানালে, তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। শুরু করেন অশ্রাব্য ভাষায় গালাগালি।

অপর পাশ থেকে মেহনাজ অবশ্য শান্ত ছিলেন। বিপরীতে পরীমনি নানা অশালীন শব্দ উচ্চারণ করেই যান। পাশাপাশি তাকে দেখে নেয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি কোথায় আছেন, দেখে নিতে এখনই তিনি আসবেন, এমন কথাও উল্লেখ করেন।

ওই বিনোদন সাংবাদিক পরবর্তীতে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ঘটনাটি জানান। অবশ্য, তিনি ফেসবুকে পরীমনির শুধু গালাগালির অংশটুকু প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে প্রকাশ্যে সাংবাদিক মেহনাজ কথা বললেও পরীমনি বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

পরীমণির এমন গালিগালাজ শুনে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। একজন সিনেমার নায়িকা এক নারী সাংবাদিককে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজকে নেতিবাচকভাবে দেখছেন নেটিজেনরা। 

বিভি/জোহা

মন্তব্য করুন: