• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফ্ল্যাটে দুর্গন্ধ, পুলিশ এসে উদ্ধার করল নির্মাতার গলিত মরদেহ

প্রকাশিত: ২০:০৮, ৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ফ্ল্যাটে দুর্গন্ধ, পুলিশ এসে উদ্ধার করল নির্মাতার গলিত মরদেহ

মিডিয়া অঙ্গনে সাড়া পড়েছে কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় নির্মাতা গুরুপ্রসাদের রহস্যজনক মৃত্যুর খবরে। গত ৩ নভেম্বর বেঙ্গালুরুর মদনায়কানহল্লির নিজের ফ্ল্যাট থেকে তার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, নির্মাতার অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল গুরুপ্রসাদের মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট এবং ঋণ থেকে রেহাই পেতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। এরইমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সূত্র অনুযায়ী, গত কয়েকদিন ধরে গুরুপ্রসাদকে বাড়ির বাইরে বের হতে দেখেননি প্রতিবেশীরা। অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেন তারা। পুলিশ এসে নির্মাতার গলিত মরদেহ উদ্ধার করে।

শুধু ক্যামেরার পেছনে নয়, ক্যামেরার সামনেও বেশ জনপ্রিয় ছিলেন গুরুপ্রসাদ। বেশ কিছু কন্নড় সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ফের বিয়েও করেছিলেন এই নির্মাতা।

গুরুপ্রসাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়ে কন্নড় সিনেমা পাড়ায়৷ ‘মাতা’, ‘এদেলু মঞ্জুনাথ’, ‘স্পেশাল’র মতো জনপ্রিয় ছবি পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার সবশেষ প্রজেক্ট ‘আদেমা’র কাজ এখনও শেষ হয়নি।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: