• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সানিয়ার চেয়ে ৬ বছরের ছোট, অভিনেত্রীর নতুন প্রেমিককে নিয়ে তুঙ্গে চর্চা

প্রকাশিত: ১৪:২৪, ৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৬:০০, ৯ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
সানিয়ার চেয়ে ৬ বছরের ছোট, অভিনেত্রীর নতুন প্রেমিককে নিয়ে তুঙ্গে চর্চা

ছবি: সানিয়া মলহোত্র

সোশ্যাল মিডিয়ায় সর্বত্রই ভাইরাল অভিনেত্রীর চর্চিত প্রেমিক। গৌরবর্ণ, সৌম্যকান্তি, হাতে মেহন্দি পরেন, তবে অভিনেতা নন। সেতার বাদক।

‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ তার। আমির খানের পর কাজ করে ফেলেছেন শাহরুখ খানের সঙ্গেও। অভিনয়ের পাশপাশি নাচেও সমান দক্ষ অভিনেত্রী সান্য মলহোত্র। এই মুহূর্তে সানিয়া ও সুনিধির ‘আঁখ’ গানটি ভাইরাল যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রীর নাচের বিভঙ্গে বুঁদ সকল অনুরাগীরা। এর মাঝেই ফের গুঞ্জন। প্রেমে পড়েছেন সানিয়া। প্রেমিক বয়সে তাঁর থেকে ৬ বছরের ছোট। সোশ্যাল মিডিয়া জুড়ে সর্বত্রই ভাইরাল অভিনেত্রীর চর্চিত প্রেমিক। 

নাম ঋষভ শর্মা। প্রয়াত পণ্ডিত রবিশঙ্করের সর্বকনিষ্ঠ শিষ্য তিনি। এই মুহূর্তে ইন্টারনেট খুললেই তাঁর সেতার বাজানোর ভিডিয়ো দেখা যায়। মাত্র ২৬ বছর বয়সেই সেতার বাদক হিসেবে খ্যাতি পেয়েছেন ঋষভ। খুব অল্প বয়স থেকেই সেতারের প্রতি অনুরাগ তাঁর। পণ্ডিত রবিশঙ্করের আশীর্বাদ ধন্য। এ হেন ঋষভের চেহারা, পোশাক ও সাজসজ্জাও নিয়ে চর্চা কম হয়নি।

বিভি/এআই

মন্তব্য করুন: