• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুপিসারে বিয়ে করলেন ভারতীয় গায়ক দর্শন রাওয়াল

প্রকাশিত: ১৬:৫৯, ১৯ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
চুপিসারে বিয়ে করলেন ভারতীয় গায়ক দর্শন রাওয়াল

দর্শন রাওয়াল ও ধারাল সুরেলিয়া

চারদিকে চলছে বিয়ের মৌসুম। আর এই শীতে কিছুটা চুপিসারে বিয়ের পিঁড়িতে ভারতীয় গায়ক দর্শন রাওয়াল। বান্ধবী ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন জনপ্রিয় এই গায়ক। 

শনিবার (১৮ জানুয়ারি) রাতে সুখবরটি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন দর্শন। নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে লেখেন, ‘চিরকালের সেরা বন্ধু।’ যেখানে স্ত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে দেখা মিলেছে গায়েকের। ভক্তরা শুভেচ্ছা, প্রশংসা ও অভিনন্দন বার্তায় ভাসাচ্ছেন রাওয়ালকে।

জানা যায়, দর্শনের স্ত্রী ধারাল সুরেলিয়া একজন আর্কিটেক্ট। সে একজন প্রফেশনাল ডিজাইনারের পাশাপাশি উদ্যেক্তাও। 

দর্শন রাওয়াল ২০১৪ সালে ‘ইন্ডিয়াস র স্টার’ রিয়েলিটি শোতে অংশগ্রহণের পর জনপ্রিয়তা লাভ করেন। এরপর তিনি ‘সনম তেরি কসম’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘লাভযাত্রী’, ‘তেরা সুরুর’র মতো সিনেমায় প্লেব্যাক করেছেন। তার কণ্ঠের শ্রোতাপ্রিয় উল্লেখযোগ্য আরও গানের মধ্যে রয়েছে, ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘মিত্রন’, ‘লাভ আজকাল’, ‘লুডো’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’, ‘রকি অর রানি কি প্রেমকাহানি’।

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2