• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জালিয়াতির অভিযোগে আজীবন বহিষ্কার নিপুণ

প্রকাশিত: ১৩:১৬, ২১ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
জালিয়াতির অভিযোগে আজীবন বহিষ্কার নিপুণ

নিপুণ আক্তার

বর্তমান সময়ে বাংলা সিনেমার সমালোচিত নায়িকাদের শীর্ষে অবস্থান করছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। বেশ কয়েক বছর ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন নিজের নাম। বিশেষ করে চলচ্চিত্র সমিতির নির্বাচনে অংশ নিয়ে জন্ম দিয়েছিলেন ব্যাপক সমালোচনার।  কখনও শেখ সেলিমের প্রেমিকা, কখনও জায়েদ খানের সঙ্গে দ্বন্দ, কখনও সাংবাদিকদের হুমকি, কখনও বা ছাত্র-জনতার বিরোধী পক্ষ। 

এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে তাকে বহিষ্কার করলেন মিশা-ডিপজল প্যানেল। রবিবার (১৯ জানুয়ারি) কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, গত বছরের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক ‘সাবেক’ বলেই উল্লেখ করেন তিনি। শুধু তাই নয় গত ১৭ জুলাই নিজের ফেসবুক ওয়ালে সেটা পোস্টও দেন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনায় জড়ান তিনি। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা তোয়াক্কা করেননি। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে। গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ। তবে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কাছের মানুষ হওয়ায় কোনো চিঠিই আমলে নেননি নিপুণ। চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড। এর পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ আক্তার।

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2