• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আলোচনায় ‘ভাড়াটে জামাই’

প্রকাশিত: ২১:৩০, ১৮ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
আলোচনায় ‘ভাড়াটে জামাই’

জনপ্রিয় নাট্যকার রাজীব মণি দাস-এর রচনায় ও মমিন সরকারের পরিচালনায় বাংলাদেশ ও লন্ডনে চিত্রায়নে সম্প্রতি নির্মিত হলো একক নাটক ‘ভাড়াটে জামাই’। বিগ বাজেটের নাটকটি’র সম্পাদনাও করেছেন নির্মাতা নিজেই।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আ.খ.ম. হাসান, নাদিয়া আহমেদ, মিরুজ খান রাজ (লন্ডন), জারিন আহমেদ স্মৃতি (লন্ডন), ইমিলা হক, আব্দুল্লাহ রানা, স্বপ্না আক্তার, হারুন রুশো, জাদু ফরিদ প্রমুখ।

নির্মাতা বলেন, ‘বর্তমানে যেখানে বাজেট স্বল্পতার কথা শোনা যায় অহরহ, সেখানে একঝাঁক তারকাবহুল শিল্পীদের নিয়ে বাংলাদেশ ও লন্ডনের বিভিন্ন জায়গায় নির্মাণ করা হয়েছে ‘ভাটাড়ে জামাই’। বাজেটের সীমাবদ্ধতার দিকে না তাকিয়ে ভালোমানের ও দর্শক গল্পনির্ভর নাটকটি দেখে আনন্দ পেয়েছেন দর্শকরাও।

নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘বাজেটের স্বল্পতা দেখিয়ে আজকাল যেখানে রুমভিত্তিক গল্পের প্রচলন শুরু হয়েছে, সেখানে পরিবার-পরিজন নিয়ে এই গল্পটি লেখা। আমি সব সময় পারিবারিক আবহে গল্প লিখতে পছন্দ করি। বর্তমানের গদবাঁধা গল্পে সীমাবদ্ধতায় থেকে লিখতে পারি না, লিখতে চাইও না।’ 

নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হয়েছে। মুক্তি পেয়েছে ইউটিউবেও। পেয়েছে দর্শক জনপ্রিয়তা।


 

বিভি/এএইচ/রিসি 

মন্তব্য করুন: