• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

শিল্পী সমিতি নিয়ে শাকিব খানের বেফাঁস মন্তব্য

প্রকাশিত: ১৭:০৬, ২৯ জুন ২০২২

ফন্ট সাইজ
শিল্পী সমিতি নিয়ে শাকিব খানের বেফাঁস মন্তব্য

চিত্রনায়ক শাকিব খান চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘চলচ্চিত্র শিল্পী সমিতি’র সভাপতি হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন। এরপরে এই সংগঠনটিকে ‘ভুয়া’ বলেছেন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যত ধরনের সমিতি আছে সব এফডিসির বাইরে নিয়ে যেতে হবে। 

শাকিব খান বলেন, ‘ইন্ডাস্ট্রিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে। যত ধরনের সমিতি আছে সব এফডিসির বাইরে নিয়ে যেতে হবে। এটা কাজের জায়গা, এখানে কোনো সমিতি, পলিটিক্স বা নির্বাচন থাকতে পারবে না। যারা এসব করতে চায় তারা এফডিসির বাইরে গিয়ে করবে। বিটিভিতে কিন্তু এই সিস্টেম আছে। দেখবেন পকেটের টাকা খরচ করে তখন আর কেউ নেতা হতে চাইবে না। সরকার, আরো নির্দিষ্ট করে বললে, তথ্য মন্ত্রণালয় খুব সহজেই বের করতে পারবে, কারা কাজের আর কারা অকাজের লোক।’

শিল্পী সমিতির দুইবারের সাবেক এই সভাপতি বলেন, ‘আমি সব সময় নিজের জায়গা থেকে কত বড় জায়গায় পৌঁছানো যায় সেই চেষ্টা করি। ওই ‘ভুয়া সংগঠনের’ (শিল্পী সমিতি) দুবারের সভাপতি তো আমিও ছিলাম। এখন আমার উপলব্ধি হয়েছে এসব করে আসলে চলচ্চিত্রের কোনো লাভ হয় না। শিল্পীরা কাজ করতে চান, তাঁদের কাজ করতে দিতে হবে— ব্যাস। নতুন আরো কিছু পরিচালককে কাজের সুযোগ দেব। ছবির সাবজেক্ট বাছাই করবো একেবারে নতুন কিছু। টম ক্রুজ, শাহরুখ-আমির-সালমান— সবাই তো প্রডিউসার। একজন স্টার যখন প্রযোজক হন তখন ছবিটা এমনিতেই ভালো হয়, ইন্ডাস্ট্রিও উপকৃত হয়।’

শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। প্রায় সাত মাস পর সামনের সপ্তাহে দেশে ফিরবেন দেশীয় চলচ্চিত্রের এই ‘সুপারস্টার’। 

বিভি/এনএম

মন্তব্য করুন: