• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আবার মামলা

প্রকাশিত: ১৭:৪১, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আবার মামলা

হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলা হেরেছেন। সম্প্রতি তার বিরুদ্ধে আনা হয়েছে অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে কুকুর পাচারের মামলা। খবর: এন্টারটেইনমেন্ট টুনাইট।

লস এঞ্জেলস থেকে ৭ হাজার ৯৪০ মাইল দূরের দেশ অস্ট্রেলিয়াতে এই মামলা হয়েছে। আইন অনুযায়ী এই মামলায় হারলে অ্যাম্বার হার্ডের ১৪ বছর পর্যন্ত সাজা হতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়ান সরকার পুরোনো এই মামলার তদন্ত শুরু করেছে।

২০১৫ সালে অস্ট্রেলিয়ায় প্রাক্তন স্বামী জনি ডেপের ‘পাইরটস অব ক্যারিবিয়ান’ এর শুটিং চলাকালে অ্যাম্বার তার সফরসঙ্গী হিসেবে যান। সঙ্গে ছিল তার দুটি পোষা কুকুর। সে দুটিকে অস্ট্রেলিয়া সরকারের বিনা অনুমতিতে সেখানে নিয়ে যাওয়া হয়।

মামলাটি প্রথমবার যখন উত্থাপিত হয়, সে সময় হার্ড তার দোষ স্বীকার করে নেন। কিন্তু ৭ বছর পর আবার এই অভিযোগ তোলা হয়েছে।

সম্প্রতি জনি ডেপের করা মানহানির মামলায় হেরেছেন হার্ড। মামলার রায় অনুযায়ী ডেপকে হার্ডের দিতে হবে ১০ মিলিয়ন ডলার। সেই অর্থ মেটাতে হিমশিম খাচ্ছেন অ্যাম্বার হার্ড।

বিভি/এনএ

মন্তব্য করুন: