• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্তনের ছবি শেয়ার করায় সমালোচনা, ক্যানসার আক্রান্ত নায়িকার কড়া জবাব

প্রকাশিত: ১০:৪৪, ১৯ জুলাই ২০২২

আপডেট: ১০:৪৪, ১৯ জুলাই ২০২২

ফন্ট সাইজ
স্তনের ছবি শেয়ার করায় সমালোচনা, ক্যানসার আক্রান্ত নায়িকার কড়া জবাব

ছবি মিত্তাল

ভারতীয় অভিনেত্রী ছবি মিত্তাল কিছুদিন আগে দুটি ছবি শেয়ার করেছিলেন। যার মাধ্যমে তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দেন। বেশকিছু দিন ধরেই তার চিকিৎসা চলছে। জীবনযুদ্ধে ধীরেধীরে বিজয়ীও হয়ে উঠছেন তিনি। অসুস্থকালীন এবং বর্তমান সুস্থ সময়ের দুটি ছবি নিয়েই তার ঐ পোস্ট।

কিন্তু ওই পোস্টের পরই তাকে ঘিরে কটাক্ষ শুরু করেন কিছু নেটিজেন। এটা দেখে চুপচাপ বসে থাকেননি এই অভিনেত্রী। সপাটে জবাব দিয়েছেন।

নিজের স্ট্যাটেস ছবি লিখেছেন, ‘এই ২টি ছবি যা আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি। প্রথমটি হল আমার স্তন ক্যানসারের ঘোষণা, দ্বিতীয়টি আমার ক্যানসার-পরবর্তী সময়ের যখন আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। দুটি ছবিতেই আমি একই পোশাক পরেছি। দুটি ছবিতেই আমার স্তন কিছুটা দেখা যাচ্ছে। আসলে প্রথমটিতে, আমি আমার টি-শার্ট খুলে নিয়েছিলাম।যদিও ক্যানসারের ঘোষণার পোস্টে আমার স্তন আরও প্রদর্শিত হতে পারত। তখন ক্যানসার সম্পর্কে আমি যেমন আবেগপ্রবণ ছিলাম,সেরকমই সামনে যা ছিল তার সঙ্গে লড়াই করার ভয় ছিল মনে। আমি আবার আগের মতো হব নাকি আপোষের জীবন বইতে হবে এই নিয়ে ছিল দ্বন্দ্ব। আমার বক্ষবিভাজিকা বাদ দিয়েই নেটিজেনদের কাছ থেকে প্রচুর ভালবাসা এবং প্রশংসা পেয়েছি।’

এই ছবিটি ক্যান্সার আক্রান্তের সময়ের

ছবি আরও লেখেন, ‘ক্যানসারের সঙ্গে লড়াই করার সময়, আমি আমার মধ্যে থাকা সমস্ত সাহস সঞ্চয় করেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি কিছু হয় তবে জীবনযাত্রার মান আগের তুলনায় আরও ভাল হবে, কারণ এই লড়াইয়ের পরে যদি আমি বেঁচে থাকি তবে আমি আগের চেয়ে শক্তিশালী হব। আমি এটা সবার সঙ্গে শেয়ার করেছি এবং আমার সুস্থ হয়ে ওঠার  প্রতিটি পর্যায় তুলে ধরেছি, এখনও শেয়ার করছি। কিন্তু তখন সবাই ভেবেছিল যে আমার জন্য এই ছবিগুলো বেশিই সাহসী। দ্বিতীয় ছবিতে কমেন্ট করে অনেকে “সব কিছু শেয়ার করা উচিত নয়”, “এটি মর্যাদাপূর্ণ নয়”, “জানি না সে কী হওয়ার চেষ্টা করছে” এরকম নানা ঘৃণামূলক মন্তব্য।’

সমালোচকদের জবাবে ছবি লেখেন, ‘আমি বলতে চাই, প্রিয় নারী, কারণ আপনি এটা জানেন না। প্রথমত, এটি দ্বিচারিতা। দ্বিতীয়ত, আমার স্তনের সঙ্গে আমার যে সম্পর্ক তা ব্যাখ্যার বাইরে। আমি তাদের বাঁচানোর জন্য, তাদের শক্তিশালী রাখার জন্য,তার যেভাবে কাজ করা উচিত তা নিশ্চিত করার জন্য এবং তাকে চিরকালের জন্য ক্যান্সার মুক্ত করতে খুব কঠিন যুদ্ধ করেছি। যদিও চিরকালের সংগ্রাম চিরকাল স্থায়ী হবে, আমি বিজয়ী হব যেমন আমি সর্বদা নির্দ্বিধায় করতে পেরেছি’

ভয় পাননি বরং চিকিৎসাকালীন সময়েও বেশ চনমনে ছিলেন ছবি।

ছবি আরও লেখেন, আমি আমার দেহের জন্য খুব গর্বিত, এটি যেভাবে দেখায় তার জন্য নয়, বরং এটি আমাকে যেভাবে শক্তি যোগায়, সেই কারণে। আমি আমার স্তনের জন্য গর্বিত, কারণ শুধুমাত্র আমিই জানি তারা কী সহ্য করেছে এবং কেবল বেঁচে থাকা নয়, বরং যোদ্ধা হওয়া কোনও খারাপ বিষয় নয় বরং কৃতিত্ব। কিন্তু যারা শুধুমাত্র কান্নার গল্প এবং অপ্রাপ্তবয়স্কদের গল্প শুনতে চায় তাদের জন্য, আমি আপনাকে মনে করিয়ে দিই, এই পেজটি আপনাদের জন্য নয়।’

সম্প্রতি স্তন ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছেন ছবি মিত্তাল। তার ওই দুর্বিষহ দিনের কথাগুলোই সমালোচকদের শুনিয়েছেন। কেননা এতে করে অনেকেই রোগটি সম্পর্কে সচেতন হতে পারবে। সেই সঙ্গে রোগটির রাখঢাক অবস্থাটাও বদলাবে, এমনটাই আশা করেছেন তিনি। খবর: জিনিউজ ২৪

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2