• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ | ২৫ শ্রাবণ ১৪২৯

কারাগার-এ চঞ্চল চৌধুরী

প্রকাশিত: ১৭:৩২, ৫ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
কারাগার-এ চঞ্চল চৌধুরী

হাওয়ার অভাবনীয় সফলতার পর এবার নতুন আরেক চমক নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী। নতুন এ চমকের নাম ‘কারাগার’। চঞ্চল চৌধুরী তার নিজস্ব ফেসবুক পেজে কারাগার নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে চঞ্চল চৌধুরী লিখেছেন:
জেল খেটেছি চার বার।
মৃত্যুদন্ড হয়েছে দুই বার…
একবার জেল থেকে পালিয়েছি…..
ফাঁসিতে ঝুলেছি এক বার।
জেলখানার সঙ্গে আমার অন্যরকম আত্মীয়তা।
বলছিলাম আমার অভিনয় জীবনে জেলখানার গল্প।
‘মনপুরা’,‘আয়নাবাজি’,’পাপ-পুণ্য’তে আমারই করা চরিত্র সোনাই,শরাফত করিম আয়না,খোরশেদ চেয়ারম্যানের হয়ে জেলে ছিলাম অনেক দিন।
সবশেষ দীর্ঘদিন জেলে কাটালাম হইচই এর নতুন ওয়েব সিরিজ,সৈয়দ আহমেদ শাওকী’র “কারাগার” এর জন্য।
খুব শিগগিরই আসছে...
“কারাগার”
“সবার জন্য সব সত্য,আমার জন্য অভিনয়”।

বিভি/এনএ

মন্তব্য করুন: