• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তির দাবি, যা বলল সেন্সর বোর্ড

প্রকাশিত: ১৭:৩৬, ৯ আগস্ট ২০২২

আপডেট: ১৯:১৫, ৯ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তির দাবি, যা বলল সেন্সর বোর্ড

দেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সারাবিশ্বকে নাড়িয়ে দেওয়া গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে তিনি নির্মাণ করেছেন সিনেমা ‘শনিবার বিকেল’। কিন্তু সাড়ে তিন বছর আগে ছবিটি সেন্সর বোর্ডে জমে দেয়া হলেও এখনো মিলেনি সেন্সর ছাড়পত্র। 

এই বিষয়টি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী কয়েকদিন আগে নিজের ফেসবুকে লেখেন, 'আমি একটা ছবি বানাইছি শনিবার বিকেল নামে। যেটা সেন্সর বোর্ড সদস্যরা দেখে বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বললেন, আমরা দ্রুতই সেন্সর সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। তারপর এক অদৃশ্য ইশারায় ছবিটার দ্বিতীয় শো করে তারা। এবং তারপর বলে দিলো, ছবি ব্যান। আমরা আপিল করলাম। আজকে সাড়ে তিন বছর হলো আপিলের। কোনো উত্তর নাই।'

এরপর ফারুকী লেখেন,  'একটা নির্দোষ প্রশ্ন। দুইদিন পরে যে হলি আর্টিজান নিয়ে ভারত থেকে একটা ছবি মুক্তি পাবে, সেটা কি আপনারা আটকাতে পারছেন? সেটার বেলায় আপনাদের কি কথা?'

মঙ্গলবার (৯ আগস্ট) একই বিষয় নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী আরও লেখেন, 'আমার কত রাত গেছে অনিদ্রায়। কত দিন গেছে ক্ষমতাবানদের দুয়ারে হাত মুছতে মুছতে। কত দুপুর গেছে রাগে অন্ধ হয়ে। কত বছর গেছে নিজের চিৎকার নিজেই গিলে ফেলে। ধন্যবাদ, হে রাষ্ট্র! ফিল্মমেকিংয়ের চেয়ে বড় কোনো অপরাধ তো আর নাই। সুতরাং, ঠিকই আছে।' 

‘তোমাকে ধন্যবাদ, আমাকে ঠিকঠাক সাইজ করার জন্য। ব্যাচেলরের সময় তুমি ভাবছো আমার ছবি সমাজ নষ্ট করে ফেলবে! মেড ইন বাংলাদেশে ভাবছো এই ছবি দেশ ধ্বংস করবে! সুতরাং দেড় বছর সেন্সর জেলে রাখছো! ঠিকই আছে। থার্ড পারসন সিঙ্গুলারের জন্য সেন্সরের জেলটা একটা বোধ হয় কম হয়ে গেছিলো। অপরাধ বিবেচনায় ঐ ছবি আটকে রাখা উচিত ছিলো তিন বছর। যাই হোক শনিবার বিকেলে সেটা পুষিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। উঠতে বসতে এইভাবে পিটিয়ে ছাল তোলার জন্য কৃতজ্ঞ।'

'শনিবার বিকেল' সিনেমাটি কেন সেন্সর ছাড়পত্র পাচ্ছে না এ ব্যাপারে জানতে চাইলে সেন্সর বোর্ড সদস্য ও চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান বাংলাভিশনকে বলেন, 'সিনেমাটি হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা নিয়ে নির্মাণ করা হয়েছে। আর যেহেতু এই ঘটনাটি নিয়ে মামলা চলছে তাই এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছবিটি সেন্সর পাচ্ছে না। আমরা বোর্ডে এ নিয়ে আলোচনা করেছি যে, ফারুকীর সিনেমাটি মুক্তি দেয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা।'

এই সিনেমার ছাড়পত্রের প্রসঙ্গে সেন্সর বোর্ডের সাবেক সদস্য ও চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেন, 'আমি যেসময় সেন্সর বোর্ডের সদস্য ছিলাম তখন সিনেমাটির পক্ষে রায় দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে কেন এটি আটকে আছে আমি এ ব্যাপারে জানি না।'

মোস্তফা সরয়ার ফারুকী 'শনিবার বিকেল' সেন্সর ছাড়পত্রের দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা। 

'মনপুরা' খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম লেখেন, 'বাংলাদেশের বাইরের স্ক্রিনে মানুষ বাংলাদেশের চলচ্চিত্র দেখছে, অথচ আমরা নিজের দেশের চলচ্চিত্র দেখতে পারছি না সেন্সরশিপের কারণে। এ সমস্যাগুলোর সমাধান হোক! ‘শনিবার বিকেল’ দেখতে চাই।'

রেদওয়ান রনি লেখেন, 'চলচ্চিত্র কারাগারের তালা খুলে যাক ‘শনিবার বিকেল’ মুক্তি পাক।'

মেজবাউর রহমান সুমন লেখেন, 'আঁক ফুল আঁক প্রজাপতি। এঁকোনা কখনো স্বদেশের মুখ , দোবরানো গাল ভেঙ্গে যাওয়া মুখ ! শনিবার বিকেল মুক্তি পাক।'

সিনেমাটি মুক্তির দাবিতে ফেসবুকে একাত্মতা প্রকাশ করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, নির্মাতা মালেক আফসারী, অমিতাভ রেজা চৌধুরী, শিহাব শাহীন, মোস্তফা কামাল রাজ, আদনান আল রাজীব, ইশতিয়াক আহমেদ রুমেল, মাহমুদুর রহমান হিমি, অনিমেষ আইচ, সঞ্জয় সমাদ্দার, রায়হার রাফি, সেতু আরিফ, ইমেল হক, ভিকি জাহেদ, আশফাক নিপুণ, কাজল আরেফিন অমি, অভিনেতা জিয়াউল হক পলাশ, আনন্দ খালেদ, অর্ণব অন্তু, কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার, ইমন চৌধুরী সহ আরও অনেকে।

‘শনিবার বিকেল’ সিনেমাটিতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। এতে রয়েছেন বাংলাদেশের নন্দিত অভিনেতা জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।

বিভি/জোহা

মন্তব্য করুন: