• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

রনিকে কেবিনে নেওয়া হয়েছে

প্রকাশিত: ১৮:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
রনিকে কেবিনে নেওয়া হয়েছে

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা বলেন।

একই ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি জিল্লুর রহমানের শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে বলে চিকিৎসকেরা জানান।

গাজীপুর জেলা ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা পুলিশ লাইন্স মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধনের সময় বেলুন বিস্ফোরণে রনিসহ পাঁচ জন দগ্ধ হন। সেই ঘটনায় রনির শ্বাসনালী পুড়ে যায়।  বর্তমানে তিনি ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাকে প্রথমে আইসিইউতে নেওয়া হয়, পরে সেখান থেকে তাকে বিশেষ ইউনিটে নেওয়া হয়।

আবু হেনা রনি একাধারে স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা, উপস্থাপক ও মডেল। তিনি ২০১১ সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’-এ বিজয়ী হন।

বিভি/এনএ

মন্তব্য করুন: