• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

অনন্ত জলিলকে তলব করেছেন ইরানের আদালত

প্রকাশিত: ১৫:২৪, ৬ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
অনন্ত জলিলকে তলব করেছেন ইরানের আদালত

মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘দিন- দ্যা ডে’। মুক্তির পর ছবিটি নিয়ে তৈরি হয় নতুন জটিলতা। সিনেমাটির ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজমের সঙ্গে দ্বন্দ দেখা যায় নায়ক-প্রযোজক অনন্ত জলিলের। আর এ বিষয়টি নিয়ে বাংলাদেশি এ নায়ককে তলব করেছেন ইরানের তেহরানের একটি আদালত।

সোমবার (৫ ডিসেম্বর) পরিচালক মুর্তজা আতশ জমজম ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে আদালতে তলবের একটি কাগজ দেখা যায়। যাতে ফারসি ভাষায় তেহরানের বিচার বিভাগীয় তদন্ত আদালতের সিলমোহর রয়েছে। যেখানে অনন্ত জলিল, পিতা আব্দুল গোফুর, মুনসুন ফিল্মস, কাকরাইল ঢাকার ঠিকানা রয়েছে। 

মুর্তজা আতশ জমজম লেখেন, ‘আদালতে জনাব অনন্ত জলিলকে তলবের সময় নির্ধারিত হয়েছে এবং উনি বা উনার আইনজীবীকে ২৫ ডিসেম্বর তেহরানে অবস্থিত ফৌজদারি আদালতের প্রসিকিউটর অফিসের নবম শাখায় উপস্থিত হতে হবে।’

গত ঈদুল আজহায় দেশের সিনেমা হলে মুক্তি ১০০ কোটি বাজেটের সিনেমা  ‘দিন: দ্য ডে’। এই সিনেমায় জুটি হয়েছেন অনন্ত জলিল ও বর্ষা। এতে আরও অভিনয় করেন ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন।

বিভি/জোহা

মন্তব্য করুন: