• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

গায়ক থেকে লেখক তাসরিফ খান

প্রকাশিত: ১৪:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
গায়ক থেকে লেখক তাসরিফ খান

তাসরিফ খান

গানের পাশাপাশি সামাজিক কাজেও দেখা যায় সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক তাসরিফ খানকে। ২০২২ সালের সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন ও মানুষদের সহযোগিতা করতে দেখা যায় তাকে। সেই অভিজ্ঞতাগুলো প্রকাশ করেছেন বইয়ের পাতায়। 

২০২৩ অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে তাসরিফ খানের বই ‘বাইশের বন্যা’। বইমেলার ৩৭৪-৭৫ নং স্টলে পাওয়া যাচ্ছে এই বইটি। 

নিজের বই সম্পর্কে তাসরিফ খান বলেন, ‘সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন ও মানুষদের সহযোগিতা করতে গিয়ে আমরা ডাকাতের কবলে পড়েছিলাম, একবার অ্যাক্সিডেন্ট করে মরতে বসে ছিলাম, আমাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। একটানা ৬৫ দিন কাজ করেছি। আড়াই কোটি টাকার মতো ফান্ড ছিল। পাঁচশ’ অ্যাক্টিভ মেম্বার ওখানে কাজ করেছি।’ 

তিনি আরও যোগ করেন, ‘সবমিলিয়ে আড়াই হাজারেরও বেশি ভলেন্টিয়ার সেখানে কাজ করেছে। প্রথম ৩০ দিনে আমরা ১৮ হাজার পরিবারকে সহযোগিতা করেছি।‌ একেকটা পরিবারে ১২-১৫ দিনের খাবার দিয়েছি। ১৫৮টা পরিবারকে নতুন ঘর বানিয়ে দিয়েছি। বাইশের পুরো বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা এই বইটিতে তুলে ধরা হয়েছে।’

বিভি/জোহা

মন্তব্য করুন: