সৌদিফেরত মানসিক ভারসাম্যহীন নারীর জন্য পরিবারের সন্ধান জরুরি
ছবি: সংগৃহিত
গত ২৩ মে বৃহস্পতিবার রাত ৭.৫৫ মিনিটে এয়ার এরাবিয়া বিমান যোগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্য হারিয়ে আসমা বেগম নামে এক নারী গৃহকর্মী দেশে ফিরেছেন। ভুক্তভোগীর কাছে পাসপোর্ট বা অন্য কোন ডকুমেন্ট পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাতে দেশে ফিরলে বিমানবন্দরে আসমার লক্ষ্যহীন চলাফেরা দেখে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান তাদের অফিসে নিয়ে যায়। তার কাছে ডকুমেন্ট বা পরিবারের তথ্য না থাকার কারনে পরিবার খুঁজে নিরাপদে হস্তান্তরের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে রাতেই হস্তান্তর করেন।
আসমা বেগম বর্তমানে ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনাতে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের তত্বাবধানে আছেন। ভুক্তভোগীর সাথে দীর্ঘ কথা বলে জানা যায় তার বাড়ি পটুয়াখালী জেলায়। ভুক্তভোগীর তথ্য অনুযায়ী ঠিকানা।
নাম: আসমা বেগন
স্বামী: আব্দুর রাজ্জাক
গ্রাম: সুবিদখালী
থানা: মির্জাগঞ্জ ( মাজারের পার্শ্বে)
জেলা: পটুয়াখালী।
ভুক্তভোগীর পরিবারের সন্ধানে ছবি ব্যবহার করা হয়েছে। আসমা বেগমের পরিবারে সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করছি। পরিবারের সন্ধান পেলে বা বিস্তারিত জানতে মো: আল আমিন নয়ন, ম্যানেজার, ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার 01712197854 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: