• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ওমানে অবৈধ বাংলাদেশিদের জন্য বড় সুখবর

প্রকাশিত: ১৯:৩৫, ১২ জুন ২০২৪

ফন্ট সাইজ
ওমানে অবৈধ বাংলাদেশিদের জন্য বড় সুখবর

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য আবারও খুলেছে সম্ভাবনার দুয়ার। ৯৬ হাজার অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধতার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

১৯৭৬ সালে ওমানে মাত্র ১১৩ জন কর্মী দিয়ে শ্রমবাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হয়। ওমান সরকারের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সেখানে বাংলাদেশিদের সংখ্যা ৬ লাখ ৯৮ হাজার।

তবে তাদের অধিকাংশই অনিবন্ধিত। ধারাবাহিকভাবে দেশটির ইমিগ্রেশন বিভাগের অভিযানে বিভিন্ন সময় অন্তত ১ লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। বাকিদের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ে।

এ অবস্থায় গত মে মাসে ওমান সফরে ওমানের শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এর জেরেই অনিবন্ধিত ৯৬ হাজার বাংলাদেশিকে বৈধতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এ বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ওমানে বিভিন্ন পর্যায়ে ৯৬ হাজার বাংলাদেশি অবৈধ হয়ে পড়েছিলেন। তাদের বৈধতা দিচ্ছে দেশটি।

এদিকে, প্রশিক্ষণ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতায় চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে শ্রমবাজারে বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলে অভিযোগ অর্থনীতিবিদদের।

অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, বিদেশিরা দক্ষ শ্রমিক চায়। তাই শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তারপরই বিদেশে পাঠাতে হবে। এজন্য কাজ করতে হবে সরকারি সংস্থাগুলোকে। পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: