দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ইএসকেএলের চুক্তি বাতিল
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট ও স্থানীয়দের ভিসা সেবা দানকারী বেসরকারি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস কোয়ালালামপুরের (ইএসকেএল) চুক্তি বাতিল করেছে সরকার।
বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে এক্সপার্ট সার্ভিসেসের যে চুক্তি স্বাক্ষরিত হয় তা বাতিল করা হলো। চুক্তির ধারা ৮ (বি) অনুযায়ী চুক্তি বাতিলের তিন মাসের নোটিশ প্রদান করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সরকারের এ সিদ্ধান্ত চূড়ান্ত উল্লেখ করে আরও তথ্যের জন্য দূতাবাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্যও বলা হয়।
উল্লেখ্য, ইএসকেএল মালয়েশিয়ায় প্রবাসীদের ই-পাসপোর্ট ও স্থানীয়দের ভিসা সেবা প্রদানে কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা না করে দরপত্র ছাড়াই ই-পাসপোর্ট, ভিসা প্রসেসিং, এনআইডি ও ট্রাভেল পাস এর মতো স্পর্শকাতর কাজের দায়িত্ব পায়। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে ভিডিও কলের মাধ্যমে কোম্পানিটির উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। অথচ ই-পাসপোর্ট, ভিসা, এনআইডি, ট্রাভেল পাস সংক্রান্ত সেবাদানের পূর্ব কোনো অভিজ্ঞতাই ছিল না কোম্পানিটির।
এছাড়া মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা প্রদানের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান ইএসকেএল (Expat Services Limited) - এর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি, সরকারের রাজস্ব তছরুপ ও গ্রাহক হয়রানি, ভাড়া করা বাউন্সার ও সিকিউরিটি গার্ডদের দ্বারা মারধরসহ নানা হয়রানির শিকার হতেন প্রবাসী বাংলাদেশিরা। এতে থার্ড পার্টি প্রতিষ্ঠান এক্সপাট সার্ভিস এর দুর্নীতির খবর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তা আমলে নেয় সরকার। দ্রুত ইএসকেএলের সাথে সকল ধরনের চুক্তি বাতিলের আদেশ দেন কুয়ালালামপুরস্থ হাইকমিশনকে।
বিভি/টিটি
মন্তব্য করুন: