রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে মালয়েশিয়ায় মতবিনিময় সভা

ছবি: সংগৃহিত
মালয়েশিয়ায় প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের সভাপতি আবুল কালাম আযাদ ও সাধারণ সম্পাদক রমজানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিমানবন্দরে সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
রবিবার (১২ জানুয়ারি) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বুকেত বিনতাং রেস্টুরেন্ট পিঠাঘরে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক নরসিংদীর রায়পুরার নেতা ও ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী বিএনপি সমর্থক ফোরাম রায়পুরা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: