ফিনল্যান্ডে বাংলাদেশিদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

ছবি: ফিনল্যান্ডে বাংলাদেশিদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
ফিনল্যান্ডে অনুষ্ঠিত হলো বাংলাদেশি কমিউনিটির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যায় দেশটির রাজধানী হেলসিংকির এসপো ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে হয় এই আয়োজন।
জানা যায়, দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে বাংলা ভাষার গান, আবৃত্তি ও নাটিকা প্রদর্শিত হয়। পাশাপাশি দেশটিতে অধ্যায়ণরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গান পরিবেশন করে।
ইউরোপে নিজ ভাষা ও মূল্যবোধের সংস্কৃতি চর্চায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মেরুর প্রভা সাংস্কৃতিক সংসদ, ফিনল্যান্ড। সংগঠনটি বাংলাদেশি শিক্ষার্থী ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক কার্যক্রম চর্চার প্রতিষ্ঠান।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা করে মুসলিম ফোরাম ফিনল্যান্ড, যা বাংলাদেশি কমিউনিটির নিবন্ধিত একটি সংগঠন। সাংস্কৃতিক অনুষ্ঠান এক পর্যায়ে রূপ নেয় বাংলাদেশি কমিউনিটির মিলনমেলায়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: