• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ভারতে জাল পাসপোর্টসহ ৪০ বাংলাদেশি আটক

প্রকাশিত: ১৩:৫৭, ১ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
ভারতে জাল পাসপোর্টসহ ৪০ বাংলাদেশি আটক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে  জাল পাসপোর্ট ও পরিচয়পত্রসহ ৪০ জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও সংবাদমাধ্যম টাইমস নাউ।

এর আগে মঙ্গলবার (৩০ নভেম্বর) মুম্বাইয়ের ভিওয়ান্ডি ও এর আশপাশের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দেশটিতে অবৈধভাবে বসবাসের দায়ে তাদের আটক করা হয়। 

ভারতীয় এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, আটকরা বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা তিনটি আলাদা থানা এলাকায় বসবাস করতেন।
আটকদের কাছে ভারতে অবস্থানের জন্য বৈধ কোনো কাগজপত্র নেই। এ কারণে তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে এবং বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়েছে। 

 

বিভি/রিসি 

মন্তব্য করুন: