• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে প্যারিসে মামলা

প্রকাশিত: ১৭:৫৩, ১১ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে প্যারিসে মামলা

লেখক ও ফেসবুক অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য’র বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে মামলা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টায় এ মামলা দায়ের করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ ও সহ-সভাপতি মনজুরুল হাসান সেলিম। 

এম. নজরুল ইসলাম জানিয়েছেন, পিনাকী ভট্টাচার্য বাংলাদেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত। ফ্রান্সে বসে বাংলাদেশ, বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি বিভিন্ন অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এইসব অপপ্রচার অব্যাহত রেখেছেন। 

তিনি বলেন, একটি ঘৃণ্য চক্র অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। পিনাকী ভট্টাচার্য এই চক্রের অন্যতম সদস্য। যুক্তরাজ্যের লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা তারেক রহমান এই চক্রের প্রধান। 
 
আমরা মামলা করেছি এজন্য যে, এধরনের অপপ্রচার আর চলতে দেওয়া যায় না। আইনগতভাবেই এটা বন্ধ হওয়া দরকার। ফ্রান্সের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এটা আমরা এই দেশের আইনের দৃষ্টিতে এনেছি।

বিভি/এনএম/এসডি

মন্তব্য করুন: