• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ | ২৫ শ্রাবণ ১৪২৯

দক্ষিণ আফ্রিকায় নিহত দুই বাংলাদেশির জানাজা সম্পন্ন

মাওলা সুজন, নোয়াখালী 

প্রকাশিত: ১৯:৪৮, ২৫ জুলাই ২০২২

ফন্ট সাইজ
দক্ষিণ আফ্রিকায় নিহত দুই বাংলাদেশির জানাজা সম্পন্ন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের হামলায় নিহত দুই বাংলাদেশির জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ জুলাই) স্থানীয় সময় বিকালে বেননি শহরে রেনসাওর্ডের মসজিদে তাওহীদ এ  জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। 

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. মামুন জানান, ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাসে আসার মাত্র অল্প সময়ের মধ্যে মৃত হয়ে বাড়িতে ফেরা কষ্টের। জানাজায় সকলে কান্নায় ভেঙ্গে পড়েছেন। কেউই মেনে নিতে পারছেন না।

নিহত শুভ এর বড় ভাই মো. সজিব বলেন, জানাযা শেষে দেশে মরদেহ পাঠানোর জন্য অফিসে পাঠানো হয়েছে। আগামী ২৭ জুলাই মরদেহ বাংলাদেশে পৌছানোর কথা রয়েছে।

এর আগে শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়। রোববার (২৪ জুলাই) বিকেলে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত দুজন হলেন, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার বাড়ির মৃত মহিন উদ্দিনের ছেলে আরিফ হোসেন (২২) ও একই উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে মো. শুভ (২৪)।

বিভি/এজেড

মন্তব্য করুন: