• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ইতালিতে ‘বাংলাদেশ একাডেমি, ভেনিস’ এর শুভ উদ্বোধন  

মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি থেকে

প্রকাশিত: ১৩:১৮, ২৭ জুলাই ২০২২

ফন্ট সাইজ
ইতালিতে ‘বাংলাদেশ একাডেমি, ভেনিস’ এর শুভ উদ্বোধন  

ভেনিসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মাতৃভাষা শিক্ষা  দানের লক্ষ্যে ইতালির ভেনিসের মারঘেরায় অনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হলোবাংলাদেশ একাডেমি,  ভেনিস’-এর কার্যক্রম। শহরের চিতা মারঘেরা গির্জা হলে একাডেমির উদ্বোধন করেন ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট  অফিসের  কনসাল  জেনারেল   এমজেএইচ জাবেদ। এ সময় প্রধান অতিথিকে  ফুলেল শুভেচ্ছা জানান ডক্টর সৌরভ দাস গুপ্তসহ স্থানীয় সাংবাদিকরা। 

পবিত্র কুরআন তেলওয়াত জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।সোনিয়া ইসলামের সভাপতিত্বে   আলোচনাসভাটি যৌথভাবে পরিচালনা করেন আজাদ খান জুম্মন অনিক। 

প্রধান অতিথির বক্তব্যে  কনসাল জেনারেল এম, জে এইচ জাবেদ  বলেন, প্রবাসে ছেলে-মেয়েদের বাংলা শিক্ষা প্রসারে  তার সর্বাত্মক সহযোগিতা  থাকবে। সে ক্ষেত্রে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।  বাংলা শিক্ষার পাশাপাশি তিনি ইতালিয়ান ভাষা শিক্ষার প্রতিও জোর দিতে বলেন, বিশেষ করে নারীদের।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভেনিসের কা ফুস্কারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক  ডক্টর অনিমেষ কুমার গাইন, বাংলাদেশ একাডেমির প্রধান শিক্ষিকা সোমা সাহা, সহকারী প্রধান শিক্ষিকা ইঞ্জিনিয়ার  সেজুতি  বর্ধন, ভেনিস আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস হালদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ভেনিসের সভাপতি  মুহাম্মদ আলী প্রমুখ। 

বিভি/এমআর

মন্তব্য করুন: