• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

প্রতারণার শিকার হয়ে ফেসবুক লাইভে এসে প্রবাসীর আত্মহত্যা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৪:০১, ২৩ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
প্রতারণার শিকার হয়ে ফেসবুক লাইভে এসে প্রবাসীর আত্মহত্যা

ব্যবসায় প্রতারণার শিকার হয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এক বাংলাদেশি। 

সোমবার (২ আগস্ট) রাতে তিনি দুবাইয়ের লাকী রাউন্ড এলাকার ভাড়া বাসার একটি কক্ষে ফেসবুক লাইভ চলাকালীন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দ্রুত সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিহত খায়রুল বাশার রানা (৫০) চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বদিউল আলমের ছেলে। 

বাশার আত্মহত্যার আগে ফেসবুক লাইভে তার মৃত্যুর জন্য একই উপজেলার সুয়াবিল গ্রামের জনৈক রফিক নামের এক প্রবাসীকে দায়ী করেছেন। দুবাইয়ে রফিকের সঙ্গে বাশারের মোবাইল ফোনের যৌথ ব্যবসা ছিল। কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

জনৈক রফিক দোকানটি দখল এবং বাশারের গাড়ির চাবি নিয়ে বাশারকে মারধর করার কথাও লাইভে উল্লেখ করেন বাশার।

বিভি/এসপি/এজেড

মন্তব্য করুন: